শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি পালিয়ে যান। এ ঘটনার পর তাকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি তাকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের সব ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার পালানোর ঘটনাটি পুলিশ প্রশাসনের জন্য একটি বড় ধরনের সংকট তৈরি করেছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে শাহ আলম অভিযুক্ত ছিলেন। দীর্ঘ তদন্ত শেষে বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, আন্দোলন চলাকালে তিনি ছাত্রদের বিরুদ্ধে অবৈধ শক্তি ব্যবহার করেছিলেন, যা একজনের মৃত্যুর কারণ হয়।

পালানোর পর এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এ ঘটনায় পুলিশ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে দ্রুত গ্রেফতারে আন্তরিকতা প্রকাশ করেছে। এদিকে, জনসাধারণ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনার দ্রুত সমাধান ও অপরাধীর বিচারের দাবি জানিয়েছে।

Header Ad
Header Ad

জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস

বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণ স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিচার দেখতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে স্পষ্টভাবে খুনি হাসিনা এবং তার নির্দেশে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, তাদের বিচার এবং শাস্তির কথা থাকতে হবে।"

শুক্রবার (১০ জানুয়ারি) ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সারজিস আলম এই মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, "গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। বাংলার মানুষ একত্রিত হয়ে হাসিনা সরকারকে বিদায় করতে লড়াই করছে।"

তিনি বলেন, "আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে মনে করেছেন। আমাদের লক্ষ্য, গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা।"

এ সময় তিনি আরো বলেন, "এতদিন মানুষ দেখেছে কেবল ভোটের সময় রাজনৈতিক দলগুলো তাদের কাছে আসে। কিন্তু শেখ হাসিনার আমলে ভোটের সময়ও কেউ জনগণের কাছে আসেনি। আমরা এই অবস্থা পরিবর্তন চাই। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ও নির্যাতনের অবসান ঘটাতে আমরা লড়াই করছি।"

ভোলার গ্যাসের মজুত প্রসঙ্গে সারজিস বলেন, "ভোলায় গ্যাসের মজুত রয়েছে, অথচ এখানকার মানুষ গ্যাস ব্যবহার করতে পারছে না। পাশাপাশি, অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য ঢাকা বা বরিশাল নিতে পথে মারা যান, অথচ ভোলায় মেডিকেল কলেজ কেন নেই? এই বৈষম্য দূর করতে আমাদের আন্দোলন চলছে।"

সারজিস আরও বলেন, "জুলাই বিপ্লবে ভোলার ৪৭ জন মানুষ প্রাণ দিয়েছেন। এই ঘোষণাপত্রে প্রত্যেকটি জেলার ও উপজেলার শ্রমিক-মেহনতি মানুষের আত্মত্যাগের কথা উঠে আসতে হবে।" তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গোপালগঞ্জে সিন্ডিকেট বসানোর অভিযোগ তোলেন এবং বলেন, "তার পরিবার জনগণের অধিকার কেড়ে সিন্ডিকেট চালিয়েছে, যা আমরা শেষ করতে চাই।"

এ সময় তিনি শহীদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান এবং জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সমন্বয়ক এমএ সাঈদ, সহসমন্বয়ক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন, আব্দুল্লাহ আল-মামুন ফয়সাল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ ভোলার সমন্বয়ক ও ছাত্র-জনতা।

Header Ad
Header Ad

সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান । ছবি: সংগৃহীত

 

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যথাসাধ্য চেষ্টা করে সংস্কারের যে পরিকল্পনাগুলো আছে, যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেবো।’

শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে তিনি এক মন্তব্যে এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি সমাজের মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

শিল্প উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক একটি দেশ। সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে।’

গণভ্যভ্যূত্থানে নিহতদের অবদানের কথা তুলে ধরে আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।’

Header Ad
Header Ad

১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা কমতে পারে। শুক্রবার (১০ জানুয়ারি) মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় শুক্রবার (১০ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষত রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমূহে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১১ জানুয়ারি) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (১২ জানুয়ারি) সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস
সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ
জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়
মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু
রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি
বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের (ভিডিও)
বেড়েছে সিগারেটের দাম, অভ্যাস ছাড়বেন যেভাবে
ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ