সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি পালিয়ে যান। এ ঘটনার পর তাকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি তাকে ধরতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সব ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার পালানোর ঘটনাটি পুলিশ প্রশাসনের জন্য একটি বড় ধরনের সংকট তৈরি করেছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে শাহ আলম অভিযুক্ত ছিলেন। দীর্ঘ তদন্ত শেষে বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, আন্দোলন চলাকালে তিনি ছাত্রদের বিরুদ্ধে অবৈধ শক্তি ব্যবহার করেছিলেন, যা একজনের মৃত্যুর কারণ হয়।
পালানোর পর এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এ ঘটনায় পুলিশ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে দ্রুত গ্রেফতারে আন্তরিকতা প্রকাশ করেছে। এদিকে, জনসাধারণ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনার দ্রুত সমাধান ও অপরাধীর বিচারের দাবি জানিয়েছে।