হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢেলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর রেলওয়ে হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ তানজিলুর রহমান বলেন, "ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।"