ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে পৌঁছেছেন। কোস্টগার্ডের একটি জাহাজ তাদের দেশে ফিরিয়ে আনে। চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্বাঞ্চলের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গত রবিবার দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্টগার্ড আটককৃত ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বর্তমানে মুক্তি পাওয়া নাবিকদের তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন নাবিককে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ‘এফবি কৌশিক’ নামের মাছ ধরার নৌকার ১২ জেলেকে উদ্ধার করে ভারত। পরবর্তীতে তাদের কারামুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়া জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার এ উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের পরিবার।