বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে পৌঁছেছেন। কোস্টগার্ডের একটি জাহাজ তাদের দেশে ফিরিয়ে আনে। চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্বাঞ্চলের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গত রবিবার দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্টগার্ড আটককৃত ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বর্তমানে মুক্তি পাওয়া নাবিকদের তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন নাবিককে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ‘এফবি কৌশিক’ নামের মাছ ধরার নৌকার ১২ জেলেকে উদ্ধার করে ভারত। পরবর্তীতে তাদের কারামুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার এ উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের পরিবার।

Header Ad
Header Ad

এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

এতো বড় বড় সংস্কার দরকার নেই। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে সেই পরিবেশ তৈরির সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্তর্বর্তীকালীন সরকারকে এ আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানকে নিয়ে এখনও নানা চক্রান্ত চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ৫ আগস্টের পর প্রতিশোধ না নিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানানোয়, তারেক রহমানের জনপ্রিয়তা এখন অনেক উঁচুতে। সেই নেতা দেশের মাটিতে আসবেন এবং জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন।

Header Ad
Header Ad

ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি মূলত আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী নেতা। এফবিসিসিআই (বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন) এবং বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি)-এর সাবেক সভাপতি হিসেবেও তার পরিচিতি রয়েছে।

Header Ad
Header Ad

খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা

ছবি: সংগৃহীত

যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড়ের মান রক্ষায় ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথ নিয়েছেন গাছিরা। গতকাল (মঙ্গলবার) চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গাছি সমাবেশে তারা এই শপথ নেন।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা গাছিদের শপথবাক্য পাঠ করান। এই আয়োজন করা হয় আসন্ন তিন দিনব্যাপী খেজুর গুড় মেলাকে সামনে রেখে। মেলাটি আগামী ১৫ জানুয়ারি থেকে চৌগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১১০ জন গাছি উপস্থিত ছিলেন। ইউএনও সুস্মিতা সাহা বলেন, যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষা করতে এবং নতুন প্রজন্মকে এই পেশায় উদ্বুদ্ধ করতে গাছিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, “পুকুর পাড়, নদীর তীর, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে খেজুর গাছ লাগাতে হবে। খেজুর গুড় নিয়ে গবেষণার মাধ্যমে এ পণ্যের রপ্তানি বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা খেজুর গুড়ের মান উন্নয়ন এবং এর ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেন। তারা গাছিদের জোর দিয়ে বলেন, এই পণ্য যাতে আন্তর্জাতিক বাজারে একটি বিশেষ স্থান অর্জন করতে পারে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, এবং গাছি আবুল গাজী প্রমুখ।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে যে এই উদ্যোগ যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের খ্যাতি এবং এর গুণগত মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু
আচরণ ঠিক করতে প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা
কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ
নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
নওগাঁয় এক হালি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, বিপাকে কৃষকরা
যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!