বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত

ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে "রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন" কর্মসূচির আওতায় আটটি বিভাগে আটটি চলচ্চিত্র নির্মাণের জন্য আটজন পরিচালক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সার্চ কমিটির সদস্য সুমন রহমান এ তালিকা প্রকাশ করেন।

নির্বাচিত পরিচালকরা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মো. তাওকীর ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ঢাকার বাইরের তরুণ প্রজন্মকে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা। একইসঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে সরাসরি কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মাণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।

পরিচালকদের তাদের কাজের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই চলচ্চিত্রগুলো এমন হবে যা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এবং দেশের সিনেমার ভবিষ্যৎ পথ দেখাবে।”

চলচ্চিত্র নির্মাণে সরকার আর্থিক সহযোগিতা প্রদান করবে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের মধ্যে এসব চলচ্চিত্রের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি বিভাগের জন্য গুগল ফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে এবং নির্দিষ্ট বিভাগের পরিচালকরা প্রার্থীদের নির্বাচন করবেন।

এই উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশাবাদী।

Header Ad
Header Ad

খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা

ছবি: সংগৃহীত

যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড়ের মান রক্ষায় ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথ নিয়েছেন গাছিরা। গতকাল (মঙ্গলবার) চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গাছি সমাবেশে তারা এই শপথ নেন।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা গাছিদের শপথবাক্য পাঠ করান। এই আয়োজন করা হয় আসন্ন তিন দিনব্যাপী খেজুর গুড় মেলাকে সামনে রেখে। মেলাটি আগামী ১৫ জানুয়ারি থেকে চৌগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১১০ জন গাছি উপস্থিত ছিলেন। ইউএনও সুস্মিতা সাহা বলেন, যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষা করতে এবং নতুন প্রজন্মকে এই পেশায় উদ্বুদ্ধ করতে গাছিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, “পুকুর পাড়, নদীর তীর, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে খেজুর গাছ লাগাতে হবে। খেজুর গুড় নিয়ে গবেষণার মাধ্যমে এ পণ্যের রপ্তানি বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা খেজুর গুড়ের মান উন্নয়ন এবং এর ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেন। তারা গাছিদের জোর দিয়ে বলেন, এই পণ্য যাতে আন্তর্জাতিক বাজারে একটি বিশেষ স্থান অর্জন করতে পারে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, এবং গাছি আবুল গাজী প্রমুখ।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে যে এই উদ্যোগ যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের খ্যাতি এবং এর গুণগত মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Header Ad
Header Ad

বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার

বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের নাম 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার'-এর পরিবর্তে 'শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার' নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘২০২১ সালের ২৪ জুন সিন্ডিকেটের ৮২তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার ও ২০২২ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট এর ৮৯তম সভার আলোচ্যসিদ্ধান্ত-১৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল নামকরণের সিদ্ধান্ত বাতিল করা হলো।’

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার এর পরিবর্তে জুলাই-আগষ্ট বিপ্লবের সৈনিক ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামকরণের বিষয়টি অনুমোদন করা হলো।

Header Ad
Header Ad

ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রীসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান।

তাঁদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার হন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে, রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতের এজলাসে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটানোকে কেন্দ্র করে ক্ষ্যাপে যান সাবেক এই মন্ত্রী।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে হত্যা মামলায় আজ বুধবার সকাল ৯টার আগেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয় এবং কিছুক্ষণের মধ্যে বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়।

এ সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া, যেখানে হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। কামরুল ইসলামসহ অপর আসামিদের মাথায় হেলমেট, হাতে হাতকড়া এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হচ্ছিল।

কিন্তু সিঁড়ি দিয়ে উঠানোর সময় সমস্যা দেখা দেয়। আদালতের লিফট ব্যবহার না করে সরাসরি সিঁড়ি দিয়ে তাদের চার তলায় নিয়ে যাওয়ার সময় কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন।

তিনি চিৎকার করে পুলিশের নিরাপত্তা সদস্যদের প্রশ্ন করেন, ‘‘আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন, ফাজলামি? ২ তলায় বলে তো চার তলায় উঠানো হচ্ছে।’’

এ সময় পুলিশ সদস্যরা কামরুল ইসলামসহ অন্যান্য আসামিদের সহায়তা করতে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করেন।

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন মো. আলী। এই ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু
আচরণ ঠিক করতে প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা
কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ
নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
নওগাঁয় এক হালি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, বিপাকে কৃষকরা
যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!
ইন্টারপোলের আদলে ‘ভারতপোল’ চালু করল ভারত
সরকারি স্কুলের পাশেই ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা