জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত
ছবি: সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে "রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন" কর্মসূচির আওতায় আটটি বিভাগে আটটি চলচ্চিত্র নির্মাণের জন্য আটজন পরিচালক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সার্চ কমিটির সদস্য সুমন রহমান এ তালিকা প্রকাশ করেন।
নির্বাচিত পরিচালকরা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মো. তাওকীর ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ঢাকার বাইরের তরুণ প্রজন্মকে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা। একইসঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে সরাসরি কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মাণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
পরিচালকদের তাদের কাজের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই চলচ্চিত্রগুলো এমন হবে যা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এবং দেশের সিনেমার ভবিষ্যৎ পথ দেখাবে।”
চলচ্চিত্র নির্মাণে সরকার আর্থিক সহযোগিতা প্রদান করবে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের মধ্যে এসব চলচ্চিত্রের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি বিভাগের জন্য গুগল ফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে এবং নির্দিষ্ট বিভাগের পরিচালকরা প্রার্থীদের নির্বাচন করবেন।
এই উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশাবাদী।