৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ছবি: সংগৃহীত
৪৩তম বিসিএসের গেজেট থেকে দুই দফায় বাদ পড়া চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন। বুধবার সকালে তারা সেখানে জড়ো হয়ে নিজেদের চাকরি পুনর্বহালের দাবিতে স্লোগান দেন।
অবস্থানকারীরা জানান, প্রথম দফায় গেজেটভুক্তদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) নতুন গেজেট প্রকাশ করা হয়। এর আগে, গত ১৫ অক্টোবর প্রথম দফার গেজেটে ৯৯ জনকে বাদ দেওয়া হয়েছিল।
প্রথম গেজেটে বাদ দেওয়া ৯৯ জনের মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি। বাকি ৫৪ জনকে সরকারের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়।
সর্বশেষ প্রকাশিত গেজেটে আরও ১৬৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে মোট ২২২ জন প্রার্থী বিসিএসে উত্তীর্ণ হয়েও কোনো ক্যাডারে নিয়োগ পাচ্ছেন না।
অবস্থানকারীরা জানান, জনপ্রশাসন সচিব তাদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখনো তাদের দাবির বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
নতুন গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাদ পড়া প্রার্থীদের অনেকেই ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন।
চাকরি প্রত্যাশীদের দাবি, দ্বিতীয় গেজেটে তাদের নাম পুনঃপ্রকাশ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। তারা এই বিষয়ে সরকারের আশু পদক্ষেপ চান।
সরকারের এই সিদ্ধান্তের পেছনে কারণ স্পষ্ট না হলেও প্রার্থীরা তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার থাকবেন বলে জানিয়েছেন।