বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়ায় ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের আহ্বানে সাড়া দিয়ে এতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছেন সারাদেশের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার (৩০ ডিসেম্বর) রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

উত্তরের বিভিন্ন জেলা পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা সকাল ৭টার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী শপথে সারাদেশের মানুষ এক হওয়ার শপথ নেবে।

Header Ad
Header Ad

শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের রিমান্ড শুনানিতে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শিবলী রুবাইয়াতকে আদালতে হাজির করা হলে বেলা ১২টায় তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন, পাশাপাশি তিনি রিমান্ডের পক্ষেও যুক্তি দেন।

অন্যদিকে, শিবলী রুবাইয়াতের পক্ষে জামিনের আবেদন জানিয়ে আইনজীবী বোরহান উদ্দিন বলেন, মামলার এজাহারে উল্লেখিত অভিযোগগুলো ভিত্তিহীন এবং যেসব অর্থের বিষয় রয়েছে, তা অবৈধ নয়। তিনি আরও বলেন, এই মামলায় মানি লন্ডারিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশটি অপেক্ষমাণ রাখেন।

এর আগে গতকাল বিকেলে, দুদকের উপপরিচালক মাসুদুর রহমান শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানান, যার পর আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ (৬ ফেব্রুয়ারি) রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ভুয়া বাড়িভাড়া চুক্তি দেখিয়ে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা (প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার) ঘুষ গ্রহণ করেন এবং ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জালিয়াতি করেন। পাশাপাশি, ব্যাংক কর্মকর্তাদের সাহায্যে অবৈধভাবে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার বাংলাদেশে নিয়ে আসেন।

Header Ad
Header Ad

প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ এখন আর ছাপা পত্রিকা পড়েন না, আর ৯৪ শতাংশ মানুষ রেডিও শোনেন না-এমন তথ্য উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা এক জরিপে। এটি গণমাধ্যমের ব্যবহার নিয়ে দেশের প্রথম জাতীয় পর্যায়ের জনমত জরিপ।

জরিপ অনুযায়ী, মুদ্রিত সংবাদপত্রের পাঠকসংখ্যা কমলেও ডিজিটাল মাধ্যমে সংবাদ পাঠের প্রবণতা বেড়েছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন সংবাদপত্র পড়ার হার উল্লেখযোগ্য। অন্যদিকে, জাতীয় সংকট বা দুর্যোগের সময় মানুষ এখনো টেলিভিশনের ওপর নির্ভরশীল থাকলেও রেডিওর প্রাসঙ্গিকতা প্রায় বিলীন হয়ে গেছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই মত দিয়েছেন, সংবাদমাধ্যমকে পক্ষপাতহীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত। তবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন বেশিরভাগ উত্তরদাতা।

জরিপের ফলাফল অনুযায়ী, সংবাদপত্র না পড়ার কারণ হিসেবে ৪৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা খবরের কাগজের প্রয়োজনীয়তা অনুভব করেন না। টেলিভিশনের ক্ষেত্রেও এমন প্রবণতা দেখা গেছে, যেখানে ৫৩ শতাংশের বেশি মানুষ টেলিভিশন দেখেন না। তবে জরিপে অংশগ্রহণকারীদের ৬৫ শতাংশ জানিয়েছেন, তারা এখনো টেলিভিশন দেখেন।

রেডিওর অবস্থা সবচেয়ে সংকটাপন্ন। ৯৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা রেডিও শোনেন না। এর মধ্যে ৫৪ শতাংশ বলেছেন, রেডিও শোনার প্রয়োজন মনে করেন না, আর ৩৫ শতাংশ রেডিওর সহজলভ্যতা না থাকার কথা বলেছেন।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম ব্যবহারের ধরণ বদলে যাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল সংবাদমাধ্যমের গুরুত্ব বাড়ছে, অন্যদিকে ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম হারাচ্ছে জনপ্রিয়তা।

Header Ad
Header Ad

‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথোপকথনের সময় উত্তেজিত হয়ে এক নেতাকে গলা ধরে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা চলছিল। এ সময় একটি আলোচনায় এসপি আনোয়ার হোসেন খেপে যান যখন তাঁকে "স্যার" না বলে "সাহেব" সম্বোধন করা হয়। এসপি আনোয়ার উত্তেজিত হয়ে বলেন, "আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব। বিএনপির বড় বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে।" এরপর তিনি গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে গলা ধরে বের করে দিতে বলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সন্ধ্যায় পৌর শহরের হোসেন বখত চত্বরে গণঅধিকার পরিষদের নেতারা এক সংবাদ সম্মেলন করে এসপির এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর প্রত্যাহারের দাবি জানান। নেতারা বলেন, "২০২৩ সালে আমাদের নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এ বিষয়ে কথা বলার সময় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।"

এ ঘটনার পর সুনামগঞ্জের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে। তবে, এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “এগুলো শুধু কথার কথা, সিরিয়াস কিছু নয়। এরা ইনটেনশনালি ফাইজলামি করতে এসেছে, এ জন্যই তো ভিডিও করছে। একেবারে বেয়াদবি পর্যায়ে চলে গেছে, তাই বলেছি, আপনারা চলে যান, আমি আর কথা বলব না।”

তিনি আরও বলেন, "স্যার না বলে সাহেব বলায় আমি ক্ষেপে গিয়েছিলাম, এসব বোগাস কথাবার্তা।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির
ইয়াশা সাগরকেও টাকা দেয়নি, অন্যদিকে চুক্তি ভঙ্গের অভিযোগ চিটাগাং কিংসের
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২-এ নারীসহ দুজনকে মারধর
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা
তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
ফেব্রুয়ারি-মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ