বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিজয় দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীতে অনারারী কমিশন

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে এবং অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রদানপূর্বক অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- বিজেও-৫০০৬১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কাজল মিয়া, আর্মার্ড; বিজেও-৫২০২৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সাহেব আলী, আর্টিলারি; বিজেও-১৩৫৭৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. বেল্লাল হোসেন, আর্টিলারি; বিজেও-১৩৫৮১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; বিজেও-১৩৬৩৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, আর্টিলারি; বিজেও-১৩৬৭২ মাস্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, আর্টিলারি; বিজেও-১৩৭৫৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার আফছার আলী, আর্টিলারি; বিজেও-৫২০৮৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল হাসান, আর্টিলারি; বিজেও-৫২০৫৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাসির উদ্দিন, আর্টিলারি; বিজেও-৫২১০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন, আর্টিলারি; বিজেও-১৩৬৯৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রতন কবির, আর্টিলারি; বিজেও-৫২০৭৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, আর্টিলারি; বিজেও-৫২১৮০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ নূর মামুন, আর্টিলারি; বিজেও-৫৫০০৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৫৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার দেওয়ান বুলবুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৫৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জহিরুল ইসলাম বকসী, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৮১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জহুরুল ইসলাম, সিগন্যালস্; বিজেও-৫৮০৯৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুর্শিদ উদ্দিন, সিগন্যালস্; বিজেও-৪৪২৬৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আমিনুর রহমান, ই বেংগল; বিজেও-৪৪৪৭৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মনিরুজ্জামান, ই বেংগল; বিজেও-৪৪৭৩৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল ইসলাম, ই বেংগল; বিজেও-৬১০৪০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শেফাউল করিম, ই বেংগল; বিজেও-৬১০৬১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ই বেংগল; বিজেও-৬১০৬৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান খান, ই বেংগল; বিজেও-৬১১৯৭ মাস্টার ওয়ারেন্ট অফিসার মীর নাজিম উদ্দিন, ই বেংগল; বিজেও-৬১০০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা. আসাদুজ্জামান, ই বেংগল; বিজেও-৬১০৪১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ই বেংগল; বিজেও-৬১১৪৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার আবুল হোসেন মোল্লা, ই বেংগল; বিজেও-৬১১১৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সিদ্দিকুর রহমান, ই বেংগল; বিজেও-৪৫৮৬৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার আবদুস সালাম, বীর; বিজেও-৪৬০০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আজিজুর রহমান, বীর; বিজেও-৪৬১৭৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ দুলাল মিয়া, বীর; বিজেও-৪৬০৬৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শামীম হোসেন মিঞা, বীর; বিজেও-৪৬২২৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিন, বীর; বিজেও-৬৬০২৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বীর; বিজেও-৬৬১৪৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইসহাক মিয়া, বীর; বিজেও-৬৬১২৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ, বীর; বিজেও-৬৬২৫০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা. মহিবুল হক, বীর; বিজেও-৪৬২৭৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সাহাবুদ্দীন, বীর; বিজেও-৭১০০৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার অসীম চক্রবর্তী, এএসসি; বিজেও-৭১০৫০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জাহিদুল হক আকন্দ, এএসসি; বিজেও-৭১১০৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার সরদার তৈয়েবুর রহমান, এএসসি; বিজেও-২৩০৩৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; বিজেও-৭৫০৮৭ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; বিজেও-২২৯৪৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, অর্ডন্যান্স; বিজেও-২৫৬৫৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার শেখ মোফাচ্ছেল হক, ইএমই; বিজেও-২৫৬৫৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; বিজেও-২৬৭৭১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শাহ আলম, এসিসি; বিজেও-২০৯৭৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; বিজেও-২১০১৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আলাল উদ্দীন, এএমসি।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে কমিশন প্রাপ্তরা হলেন:- বিজেও-১০৬২৭ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ নুরুল হোছাইন, আর্মার্ড; বিজেও-১৩৬৯৪ অনারারি লেফটেন্যান্ট মো. আব্দুল খালেক, আর্টিলারি; বিজেও-১৩৭৩৭ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ হারুনুর রশিদ, আর্টিলারি; বিজেও-১৩৫৫৫ অনারারি লেফটেন্যান্ট মো. হাবিবুল ইসলাম, আর্টিলারি; বিজেও-১৫৬৯০ অনারারি লেফটেন্যান্ট মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৫৫৪৬ অনারারি লেফটেন্যান্ট মো. আহসান হাবিব, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫১০৫ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজ উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৬৯৪০ অনারারি লেফটেন্যান্ট মো. আছাদুল করিম, সিগন্যালস; বিজেও-৪৩৭৪৮ অনারারি লেফটেন্যান্ট ফারুক হোসেন, ই বেংগল; বিজেও-৪৪৩০৪ অনারারি লেফটেন্যান্ট মো. রেজাউন নবী, ই বেংগল; বিজেও-৪৪০৬৯ অনারারি লেফটেন্যান্ট মুহাম্মদ আলম, ই বেংগল; বিজেও-৪৪৭৫৯ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ কবির হোসেন, ই বেংগল; বিজেও-৪৪৭৫২ অনারারি লেফটেন্যান্ট মো. রুহুল আমিন, ই বেংগল; বিজেও-৪৪৬১১ অনারারি লেফটেন্যান্ট মো. ছাইফুল ইসলাম সিদ্দিকী, ই বেংগল; বিজেও-৪৪৭৩২ অনারারি লেফটেন্যান্ট মো. খোরসেদ আলম, ই বেংগল; বিজেও-৪৫৬৬৫ অনারারি লেফটেন্যান্ট মো. রশিদ-উর-রহমান, বীর; বিজেও-৪৫৭৬৫ অনারারি লেফটেন্যান্ট মোহা. ওবাইদুর রহমান, বীর; বিজেও-৪৫৬২২ অনারারি লেফটেন্যান্ট মো. মাহবুব বিল্লাহ ফারুকী, বীর; বিজেও-১৯১০০ অনারারি লেফটেন্যান্ট মো. দেলোয়ার হোসেন, এএসসি; বিজেও-৭১০১৮ অনারারি লেফটেন্যান্ট মোহা. আব্দুর রউফ, এএসসি; বিজেও-৭১০২৪ অনারারি লেফটেন্যান্ট মো. আব্দুল লতিফ, এএসসি; বিজে৬-৭১০২৩ অনারারি লেফটেন্যান্ট আব্দুল মালেক. এএসসি; বিজেও-২৫৭১৯ অনারারি লেফটেন্যান্ট মো. আববাস আলী, ইএমই; বিজেও-২৬৭৬৩ অনারারি লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম সরকার, এসিসি।

সেনাবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর মর্মে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক

ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কাছে আটক হলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম। তার বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ আছে।

বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

তারেক আলমের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করতে যাচ্ছে।

অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাচার ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এমন অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান চলমান রয়েছে। একইসঙ্গে অনিয়ম, দুর্নীতি, অর্থপাচারের অধিকতর অনুসন্ধান ও তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে যৌথ টিমও কাজ করছে।

Header Ad
Header Ad

২৮ জানুয়ারি থেকে সারাদেশে চলবে না ট্রেন!

২৮ জানুয়ারি থেকে চলবে না ট্রেন। ছবি: সংগৃহীত

পেনশন ও নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে রেলওয়ে মহাপরিচালকের সঙ্গে সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

তিনি বলেন, আমাদের দাবি-দাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এতদিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে। আমরা মহাপরিচালকের সঙ্গে সভায় আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ তারিখ সকাল থেকে কর্মবিরতি শুরু হবে।

ময়মনসিংহ স্টেশনে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ বিক্ষোভ।

মো. মজিবুর রহমান বলেন, রেলের রানিং স্টাফদের মধ্যে রয়েছেন লোকোমাস্টার (এলএম), সহকারী লোকোমাস্টার (এএলএম) এবং সাব-লোকোমাস্টার (এসএলএম)। ৮ ঘণ্টা কর্মদিবস হলেও রানিং স্টাফদের গড়ে ১৫-১৮ ঘণ্টা কাজ করতে হয়। সেজন্য তাদের দেওয়া হয় বিশেষ আর্থিক সুবিধা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই অংশ।

মাইলেজের হিসাব হলো, প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের এক বেসিকের সমপরিমাণ টাকা বেশি পাবেন। ৮ ঘণ্টায় এক দিনের কর্মদিন ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় আড়াই বা দুই-তিন মাসের সমপরিমাণ। তাদের বেতনও সেভাবেই দেওয়া হয়। এ ছাড়া মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয় তার সঙ্গে অতিরিক্ত আরও ৭৫ শতাংশ টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হয়। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করে। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে আসছি।

চট্টগ্রাম বটতলী পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলনে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা।  

অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, কর্মঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে হয় বলে অনেক রানিং স্টাফ চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। রানিং স্টাফ পদে এতে ২ হাজার ২৩৫ জন কর্মচারী থাকার কথা থাকলেও এখন ১ হাজার ১৩৫ জন কাজ করছেন। এতে রানিং স্টাফরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। 

অবশ্য এর আগেও মাইলেজের দাবিতে রেলের রানিং স্টাফরা আংশিক কর্মবিরতি পালন করেছেন। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় শুরু হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চলতি ডিসেম্বর মাসে রানিং স্টাফদের কর্মসূচিতে বেশ কয়েকটি মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। এবার দেশব্যাপী সর্বাত্মক কর্মবিরতি শুরু করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

Header Ad
Header Ad

বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

কণ্ঠশিল্পী মনির খানের বাবার জানাজা। ছবি: সংগৃহীত

কোটি বাঙালির প্রিয় সংগীতশিল্পী মনির খান শোকাহত। তার বাবা মো. মাহবুব আলী খান মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ৯৯ বছর বয়সে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঝিনাইদহে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তবে এ শোকাবহ মুহূর্তে একটি অদ্ভুত ঘটনা ঘটে। জানাজার মাঠ থেকে চুরি হয়ে যায় শিল্পী মনির খানের আইফোন এবং তার ছেলের মোবাইল ফোন। গায়ক মনির খান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বাবা মো. মাহবুব আলী খানের সঙ্গে মনির খান। ছবি: সংগৃহীত

মাহবুব আলী খানকে পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রিয় বাবা হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মনির খান, এমন অবস্থাতেই চুরির এই ঘটনা তার জন্য দুঃখজনক।

মনির খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ১৯৯৬ সালে তার *তোমার কোন দোষ নেই* অ্যালবামটি প্রকাশের পরই তিনি সংগীতপ্রেমীদের মন জয় করেন। তার কণ্ঠে প্রায় সব গানই শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে, বিশেষ করে 'তোমার কোন দোষ নেই' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে একের পর এক হিট অ্যালবাম এবং সিনেমার গান উপহার দিয়েছেন তিনি।

এ পর্যন্ত চার দশকেরও বেশি সময় ধরে একক অ্যালবাম এবং তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে গান গেয়েছেন মনির খান। তার সুরেলা কণ্ঠে গাওয়া গানগুলো বাংলা ভাষাভাষী শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। 'অঞ্জনা' খ্যাত এই শিল্পী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

বর্তমানে ইউটিউব চ্যানেল 'মনির খান' ও 'এমকে মিউজিক 24' থেকে নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তিনি, যা তার ভক্তদের কাছে অত্যন্ত প্রশংসিত হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক
২৮ জানুয়ারি থেকে সারাদেশে চলবে না ট্রেন!
বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত কর প্রত্যাহার
বিএনপি ৩১ দফা বাস্তবায়নে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ: আমীর খসরু
বাবা-মা চাচ্ছিলেন না আমি পৃথিবীতে আসি : অপু বিশ্বাস
৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ
নিজের সিনেমায় নিজের লেখা গান গাইলেন মোশাররফ করিম
আদালতে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী
আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যা জানা গেল
৯ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির মামলার তদন্ত, দায়িত্ব নিতে চায় দুদক
গাজায় ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে কঙ্কাল, পচাগলা ১২০ মরদেহ উদ্ধার
বোমা পাওয়া যায়নি বাংলাদেশ বিমানের ফ্লাইটে, নিরাপদে নামলো যাত্রীরা
কারওয়ান বাজারে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি
প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
শিশুদেরও গোপন কারাগারে রেখেছিলেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ!