রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বিজয় দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীতে অনারারী কমিশন

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে এবং অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রদানপূর্বক অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- বিজেও-৫০০৬১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কাজল মিয়া, আর্মার্ড; বিজেও-৫২০২৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সাহেব আলী, আর্টিলারি; বিজেও-১৩৫৭৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. বেল্লাল হোসেন, আর্টিলারি; বিজেও-১৩৫৮১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; বিজেও-১৩৬৩৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, আর্টিলারি; বিজেও-১৩৬৭২ মাস্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, আর্টিলারি; বিজেও-১৩৭৫৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার আফছার আলী, আর্টিলারি; বিজেও-৫২০৮৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল হাসান, আর্টিলারি; বিজেও-৫২০৫৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাসির উদ্দিন, আর্টিলারি; বিজেও-৫২১০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন, আর্টিলারি; বিজেও-১৩৬৯৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রতন কবির, আর্টিলারি; বিজেও-৫২০৭৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, আর্টিলারি; বিজেও-৫২১৮০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ নূর মামুন, আর্টিলারি; বিজেও-৫৫০০৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৫৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার দেওয়ান বুলবুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৫৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জহিরুল ইসলাম বকসী, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৮১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জহুরুল ইসলাম, সিগন্যালস্; বিজেও-৫৮০৯৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুর্শিদ উদ্দিন, সিগন্যালস্; বিজেও-৪৪২৬৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আমিনুর রহমান, ই বেংগল; বিজেও-৪৪৪৭৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মনিরুজ্জামান, ই বেংগল; বিজেও-৪৪৭৩৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল ইসলাম, ই বেংগল; বিজেও-৬১০৪০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শেফাউল করিম, ই বেংগল; বিজেও-৬১০৬১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ই বেংগল; বিজেও-৬১০৬৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান খান, ই বেংগল; বিজেও-৬১১৯৭ মাস্টার ওয়ারেন্ট অফিসার মীর নাজিম উদ্দিন, ই বেংগল; বিজেও-৬১০০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা. আসাদুজ্জামান, ই বেংগল; বিজেও-৬১০৪১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ই বেংগল; বিজেও-৬১১৪৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার আবুল হোসেন মোল্লা, ই বেংগল; বিজেও-৬১১১৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সিদ্দিকুর রহমান, ই বেংগল; বিজেও-৪৫৮৬৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার আবদুস সালাম, বীর; বিজেও-৪৬০০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আজিজুর রহমান, বীর; বিজেও-৪৬১৭৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ দুলাল মিয়া, বীর; বিজেও-৪৬০৬৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শামীম হোসেন মিঞা, বীর; বিজেও-৪৬২২৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিন, বীর; বিজেও-৬৬০২৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বীর; বিজেও-৬৬১৪৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইসহাক মিয়া, বীর; বিজেও-৬৬১২৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ, বীর; বিজেও-৬৬২৫০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা. মহিবুল হক, বীর; বিজেও-৪৬২৭৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সাহাবুদ্দীন, বীর; বিজেও-৭১০০৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার অসীম চক্রবর্তী, এএসসি; বিজেও-৭১০৫০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জাহিদুল হক আকন্দ, এএসসি; বিজেও-৭১১০৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার সরদার তৈয়েবুর রহমান, এএসসি; বিজেও-২৩০৩৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; বিজেও-৭৫০৮৭ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; বিজেও-২২৯৪৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, অর্ডন্যান্স; বিজেও-২৫৬৫৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার শেখ মোফাচ্ছেল হক, ইএমই; বিজেও-২৫৬৫৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; বিজেও-২৬৭৭১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শাহ আলম, এসিসি; বিজেও-২০৯৭৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; বিজেও-২১০১৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আলাল উদ্দীন, এএমসি।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে কমিশন প্রাপ্তরা হলেন:- বিজেও-১০৬২৭ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ নুরুল হোছাইন, আর্মার্ড; বিজেও-১৩৬৯৪ অনারারি লেফটেন্যান্ট মো. আব্দুল খালেক, আর্টিলারি; বিজেও-১৩৭৩৭ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ হারুনুর রশিদ, আর্টিলারি; বিজেও-১৩৫৫৫ অনারারি লেফটেন্যান্ট মো. হাবিবুল ইসলাম, আর্টিলারি; বিজেও-১৫৬৯০ অনারারি লেফটেন্যান্ট মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৫৫৪৬ অনারারি লেফটেন্যান্ট মো. আহসান হাবিব, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫১০৫ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজ উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৬৯৪০ অনারারি লেফটেন্যান্ট মো. আছাদুল করিম, সিগন্যালস; বিজেও-৪৩৭৪৮ অনারারি লেফটেন্যান্ট ফারুক হোসেন, ই বেংগল; বিজেও-৪৪৩০৪ অনারারি লেফটেন্যান্ট মো. রেজাউন নবী, ই বেংগল; বিজেও-৪৪০৬৯ অনারারি লেফটেন্যান্ট মুহাম্মদ আলম, ই বেংগল; বিজেও-৪৪৭৫৯ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ কবির হোসেন, ই বেংগল; বিজেও-৪৪৭৫২ অনারারি লেফটেন্যান্ট মো. রুহুল আমিন, ই বেংগল; বিজেও-৪৪৬১১ অনারারি লেফটেন্যান্ট মো. ছাইফুল ইসলাম সিদ্দিকী, ই বেংগল; বিজেও-৪৪৭৩২ অনারারি লেফটেন্যান্ট মো. খোরসেদ আলম, ই বেংগল; বিজেও-৪৫৬৬৫ অনারারি লেফটেন্যান্ট মো. রশিদ-উর-রহমান, বীর; বিজেও-৪৫৭৬৫ অনারারি লেফটেন্যান্ট মোহা. ওবাইদুর রহমান, বীর; বিজেও-৪৫৬২২ অনারারি লেফটেন্যান্ট মো. মাহবুব বিল্লাহ ফারুকী, বীর; বিজেও-১৯১০০ অনারারি লেফটেন্যান্ট মো. দেলোয়ার হোসেন, এএসসি; বিজেও-৭১০১৮ অনারারি লেফটেন্যান্ট মোহা. আব্দুর রউফ, এএসসি; বিজেও-৭১০২৪ অনারারি লেফটেন্যান্ট মো. আব্দুল লতিফ, এএসসি; বিজে৬-৭১০২৩ অনারারি লেফটেন্যান্ট আব্দুল মালেক. এএসসি; বিজেও-২৫৭১৯ অনারারি লেফটেন্যান্ট মো. আববাস আলী, ইএমই; বিজেও-২৬৭৬৩ অনারারি লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম সরকার, এসিসি।

সেনাবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর মর্মে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ৩৫২ রানের বিশাল লক্ষ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া যখন মাঠে নামে, তখন তাদের সামনে ছিল এক কঠিন সংগ্রাম। তবে, চোট-ঝুঁকির মধ্যেও অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তি যেন এক নতুন রূপে দেখা দিলো। শুরুতে ইংল্যান্ডের বল হাতে জোফরা আর্চার এবং মার্ক উডের আক্রমণে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি কিছুটা দুর্বল হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তারা শক্ত অবস্থানে ফিরে আসে।

জশ ইংলিস এই ম্যাচে ঝড় তোলেন এবং ইতিহাস গড়েন। তার ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ম্যাচে জয়ের বন্দরে পৌঁছায়, যদিও ইংল্যান্ডের সামনে ছিল এক বিশাল সংগ্রাম।

প্রথমে ট্র্যাভিস হেড (৬) এবং স্টিভ স্মিথ (৫) দ্রুত আউট হয়ে গেলেও, ম্যাথু শর্ট এবং মার্নাস লাবুশেন এর জুটি অস্ট্রেলিয়াকে সামলে রাখে। দুজন মিলে ৯৫ রান যোগ করে, যেখানে লাবুশেন ৪৫ বলে ৪৭ রান করেন এবং শর্ট ৬৬ বলে ৬৩ রান করেন।

১৩৬ রানে চার উইকেট পড়ে অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়লেও, অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিসের দারুণ পার্টনারশিপ তাদেরকে আবার পথ দেখায়। ৩৮তম ওভারে রশিদের বলে ক্যারি আর্চারের হাত ফসকে জীবন পেয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ক্যারি আউট হলে ইংলিস একাই কাঁধে তুলে নেন দলের জয়ের আশা।

৪৫তম ওভারের তৃতীয় বলে আর্চারকে ছক্কা মেরে প্রথম সেঞ্চুরি করেন ইংলিস, এবং পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েলও দ্রুত বাউন্ডারি হাঁকিয়ে রানের সংখ্যা বাড়িয়ে দেন। ৪৭.৩ ওভারে ইংলিস ম্যাচের শেষ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। ৮৬ বলে ৮ চার ও ৬ ছয়ে ১২০ রানে অপরাজিত ছিলেন তিনি, যার ফলে অস্ট্রেলিয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়িয়ে জয়ী হয়।

অস্ট্রেলিয়া ম্যাচে ফিল্ডিং শুরু করেছিল এবং ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটসম্যান—ফিল সল্ট (১০) ও জেমি স্মিথ (১৫)—কে আউট করে তারা দারুণ শুরু করে। তবে বেন ডাকেট এবং জো রুট দলের ভিত শক্ত করে ফেলে, যেখানে ডাকেট ৯৫ বলে ১১ চার ও ১ ছয়ে শতক পূর্ণ করেন। রুট ৬৮ রান করে আউট হন।

ডাকেটের অনবদ্য সেঞ্চুরির পর ইংল্যান্ডের রান বেড়ে গিয়ে ৩৫২ রানের কাছাকাছি পৌঁছায়। ১৩৪ বলে ১৫০ রান করে ডাকেট শেষ পর্যন্ত আউট হলেও, তার ইনিংসটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচের সর্বোচ্চ রান।

শেষ দিকে জোফরা আর্চার ১০ বলে ২১ রান করে ইংল্যান্ডের স্কোরে বড় কিছু যোগ করেন, এবং দল ৩৫৪ রানে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে ডারশুইস সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত

গত ১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গত ১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এই প্রক্রিয়ায় কখনো কখনো খোদ মুক্তিযোদ্ধা কমান্ডাররাই জড়িত ছিলেন।

এ অবস্থায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান বাঁচাতে সরকার যাচাই-বাছাই শুরু করেছে জানিয়ে তিনি বলেন, সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রেখে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে।

অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর বীরত্বগাঁথা পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। এ সময় ওসমানী স্মৃতি পরিষদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দফা দাবি তুলে ধরেন।

Header Ad
Header Ad

দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃত ৮ জুয়াড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, বিরামপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের জোয়াল কামড়া গ্রামের মৃত হামিদের ছেলে লিটন (৪০),আমিনুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), দেলোয়ার হোসেনের ছেলে তবারক হোসেন (৩৩), মৃত মজিদ মন্ডলের ছেলে আশরাফুল (৩২), আব্দুল আজিজের ছেলে জাহিদুল (২৪), মৃত আব্দুল সামাদের ছেলে ফারুক হোসেন (৪২), মজনুর ছেলে মিজানুর রহমান (৪৬), শামসুল হকের ছেলে রাজু (২৪)।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের ১টি টহলদল বিরামপুর পৌরশহরের জোয়াল কামড়া গ্রামে জুয়ার বোর্ডে অভিযান চালান। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেন। এঘটনায় ১৮৬৭সালের আইনের ৩/৪ ধারায় থানায় মামলা হয়েছে। মামলা নং-১৭, তাং ২২/০২/২০২৫ইং।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক
দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার
চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব, আবারও মহামারির শঙ্কা
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি
যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী
নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে ভারতের গোপন তথ্য ফাঁস (ভিডিও)
নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া