বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিজয় দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীতে অনারারী কমিশন

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে এবং অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রদানপূর্বক অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- বিজেও-৫০০৬১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কাজল মিয়া, আর্মার্ড; বিজেও-৫২০২৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সাহেব আলী, আর্টিলারি; বিজেও-১৩৫৭৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. বেল্লাল হোসেন, আর্টিলারি; বিজেও-১৩৫৮১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; বিজেও-১৩৬৩৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, আর্টিলারি; বিজেও-১৩৬৭২ মাস্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, আর্টিলারি; বিজেও-১৩৭৫৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার আফছার আলী, আর্টিলারি; বিজেও-৫২০৮৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল হাসান, আর্টিলারি; বিজেও-৫২০৫৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাসির উদ্দিন, আর্টিলারি; বিজেও-৫২১০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন, আর্টিলারি; বিজেও-১৩৬৯৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রতন কবির, আর্টিলারি; বিজেও-৫২০৭৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, আর্টিলারি; বিজেও-৫২১৮০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ নূর মামুন, আর্টিলারি; বিজেও-৫৫০০৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৫৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার দেওয়ান বুলবুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৫৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জহিরুল ইসলাম বকসী, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৮১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জহুরুল ইসলাম, সিগন্যালস্; বিজেও-৫৮০৯৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুর্শিদ উদ্দিন, সিগন্যালস্; বিজেও-৪৪২৬৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আমিনুর রহমান, ই বেংগল; বিজেও-৪৪৪৭৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মনিরুজ্জামান, ই বেংগল; বিজেও-৪৪৭৩৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল ইসলাম, ই বেংগল; বিজেও-৬১০৪০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শেফাউল করিম, ই বেংগল; বিজেও-৬১০৬১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ই বেংগল; বিজেও-৬১০৬৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান খান, ই বেংগল; বিজেও-৬১১৯৭ মাস্টার ওয়ারেন্ট অফিসার মীর নাজিম উদ্দিন, ই বেংগল; বিজেও-৬১০০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা. আসাদুজ্জামান, ই বেংগল; বিজেও-৬১০৪১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ই বেংগল; বিজেও-৬১১৪৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার আবুল হোসেন মোল্লা, ই বেংগল; বিজেও-৬১১১৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সিদ্দিকুর রহমান, ই বেংগল; বিজেও-৪৫৮৬৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার আবদুস সালাম, বীর; বিজেও-৪৬০০৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আজিজুর রহমান, বীর; বিজেও-৪৬১৭৮ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ দুলাল মিয়া, বীর; বিজেও-৪৬০৬৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শামীম হোসেন মিঞা, বীর; বিজেও-৪৬২২৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিন, বীর; বিজেও-৬৬০২৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বীর; বিজেও-৬৬১৪৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইসহাক মিয়া, বীর; বিজেও-৬৬১২৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ, বীর; বিজেও-৬৬২৫০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা. মহিবুল হক, বীর; বিজেও-৪৬২৭৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. সাহাবুদ্দীন, বীর; বিজেও-৭১০০৫ মাস্টার ওয়ারেন্ট অফিসার অসীম চক্রবর্তী, এএসসি; বিজেও-৭১০৫০ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জাহিদুল হক আকন্দ, এএসসি; বিজেও-৭১১০৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার সরদার তৈয়েবুর রহমান, এএসসি; বিজেও-২৩০৩৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; বিজেও-৭৫০৮৭ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; বিজেও-২২৯৪৯ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, অর্ডন্যান্স; বিজেও-২৫৬৫৩ মাস্টার ওয়ারেন্ট অফিসার শেখ মোফাচ্ছেল হক, ইএমই; বিজেও-২৫৬৫৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; বিজেও-২৬৭৭১ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শাহ আলম, এসিসি; বিজেও-২০৯৭৬ মাস্টার ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; বিজেও-২১০১৪ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আলাল উদ্দীন, এএমসি।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন অনারারী লেফটেন্যান্ট হতে অনারারী ক্যাপ্টেন পদে কমিশন প্রাপ্তরা হলেন:- বিজেও-১০৬২৭ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ নুরুল হোছাইন, আর্মার্ড; বিজেও-১৩৬৯৪ অনারারি লেফটেন্যান্ট মো. আব্দুল খালেক, আর্টিলারি; বিজেও-১৩৭৩৭ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ হারুনুর রশিদ, আর্টিলারি; বিজেও-১৩৫৫৫ অনারারি লেফটেন্যান্ট মো. হাবিবুল ইসলাম, আর্টিলারি; বিজেও-১৫৬৯০ অনারারি লেফটেন্যান্ট মো. হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৫৫৪৬ অনারারি লেফটেন্যান্ট মো. আহসান হাবিব, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫১০৫ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ সিরাজ উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৬৯৪০ অনারারি লেফটেন্যান্ট মো. আছাদুল করিম, সিগন্যালস; বিজেও-৪৩৭৪৮ অনারারি লেফটেন্যান্ট ফারুক হোসেন, ই বেংগল; বিজেও-৪৪৩০৪ অনারারি লেফটেন্যান্ট মো. রেজাউন নবী, ই বেংগল; বিজেও-৪৪০৬৯ অনারারি লেফটেন্যান্ট মুহাম্মদ আলম, ই বেংগল; বিজেও-৪৪৭৫৯ অনারারি লেফটেন্যান্ট মোহাম্মদ কবির হোসেন, ই বেংগল; বিজেও-৪৪৭৫২ অনারারি লেফটেন্যান্ট মো. রুহুল আমিন, ই বেংগল; বিজেও-৪৪৬১১ অনারারি লেফটেন্যান্ট মো. ছাইফুল ইসলাম সিদ্দিকী, ই বেংগল; বিজেও-৪৪৭৩২ অনারারি লেফটেন্যান্ট মো. খোরসেদ আলম, ই বেংগল; বিজেও-৪৫৬৬৫ অনারারি লেফটেন্যান্ট মো. রশিদ-উর-রহমান, বীর; বিজেও-৪৫৭৬৫ অনারারি লেফটেন্যান্ট মোহা. ওবাইদুর রহমান, বীর; বিজেও-৪৫৬২২ অনারারি লেফটেন্যান্ট মো. মাহবুব বিল্লাহ ফারুকী, বীর; বিজেও-১৯১০০ অনারারি লেফটেন্যান্ট মো. দেলোয়ার হোসেন, এএসসি; বিজেও-৭১০১৮ অনারারি লেফটেন্যান্ট মোহা. আব্দুর রউফ, এএসসি; বিজেও-৭১০২৪ অনারারি লেফটেন্যান্ট মো. আব্দুল লতিফ, এএসসি; বিজে৬-৭১০২৩ অনারারি লেফটেন্যান্ট আব্দুল মালেক. এএসসি; বিজেও-২৫৭১৯ অনারারি লেফটেন্যান্ট মো. আববাস আলী, ইএমই; বিজেও-২৬৭৬৩ অনারারি লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম সরকার, এসিসি।

সেনাবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর মর্মে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মদপানের ফলে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবকের মৃত্যু হয়। এর আগে, ঈদের সন্ধ্যায় তারা মদপান করেন এবং রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।

এ ঘটনায় অসুস্থদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ আরও কয়েকজন।

গুরুতর অসুস্থদের মধ্যে ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদের দিন সন্ধ্যায় আশাশুনির তেতুলিয়া শ্মশানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু, নাজমুল গাজীসহ মোট ১১ জন একসঙ্গে মদপান করেন। মদপানের পর তারা বাড়ি ফিরে যান এবং ঘুমিয়ে পড়েন।

এরপর রাত ১২টার দিকে একে একে সবাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মারা যান। বাকি ৯ জনের চিকিৎসা চলছে।

আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "অতিরিক্ত মদ্যপানের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।"

নিহতদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ইরান, চীন এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একাধিক ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) মার্কিন ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এই পদক্ষেপকে ইরানের ওপর আরও চাপ সৃষ্টির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে দেশটির ওপর বোমা হামলা চালানো বা নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

মার্কিন ট্রেজারি বিভাগ ও বিচার বিভাগ যৌথভাবে জানিয়েছে, ইরানের ড্রোন কর্মসূচির অন্যতম প্রধান নির্মাতার জন্য মানববিহীন এয়ার ভেহিকল (ইউএভি)–এর উপকরণ সংগ্রহের সঙ্গে যুক্ত ছয়টি সংস্থা ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, "ইরান তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রাশিয়াসহ তাদের প্রক্সিদের সরবরাহ করছে। রুশ বাহিনী এগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে, যা বেসামরিক নাগরিক, মার্কিন বাহিনী ও মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা ইরানের সামরিক-শিল্প কমপ্লেক্স এবং তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও প্রচলিত অস্ত্রের বিস্তার ব্যাহত করতে কাজ চালিয়ে যাব।"

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে একটি ইরান-ভিত্তিক সংস্থা, দুইজন ইরানি নাগরিক, একটি চীন-ভিত্তিক সংস্থা এবং চারটি সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংস্থা।

এ বিষয়ে জাতিসংঘে ইরানের মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Header Ad
Header Ad

বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি বলেন, "পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা এই অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করতে চায়।"

বুধবার (২ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী আহমেদ অভিযোগ করেন, "শেখ হাসিনা জঙ্গি দমনের নামে একটি নাটক সাজিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করেছেন। এটি মূলত ক্ষমতায় টিকে থাকার একটি রাজনৈতিক কৌশল ছিল। এমনকি একজন সাবেক আইজিপির বইয়েও এটি উঠে এসেছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি। বরং বর্তমানে দেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্মপালন করতে পারছে, কথা বলতে পারছে। এবার মানুষ নির্ভয়ে ঈদ উদযাপন করেছে, যা অতীতে সম্ভব হয়নি।"

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, "আওয়ামী লীগ বসে নেই, তারা কালো টাকা ব্যবহার করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তারা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনার নির্দেশে মুগ্ধ ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই। প্রশাসনের চারপাশে আওয়ামী লীগের দোসররা বসে আছে, যার ফলে দেশে গণতন্ত্র ও সুশাসন ভূলুণ্ঠিত হয়েছে।"

রিজভী আহমেদ দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, "নির্বাচনী সরকারই হচ্ছে বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে ধোঁয়াশার সৃষ্টি হবে।"

তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী
দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনা, নিহত ২
বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ভারতের ত্রিপুরার রাজপরিবার প্রধানের
বিএনপি কখনোই নির্বাচনের পরে সংস্কারের কথা বলেনি: মির্জা ফখরুল
বিরামপুরে জমি নিয়ে বিরোধ, চাঁদা দাবি ও হামলার ঘটনায় আটক ৫
হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
ময়মনসিংহে সিনেমা হলে যান্ত্রিক ত্রুটির জেরে দর্শকদের ভাঙচুর
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিক্রিয়া
মিয়ানমারের ভূমিকম্পে এক ইমামের ১৭০ স্বজনের মৃত্যু
ঈদের আনন্দে যমুনার দুর্গম চরে গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব, আনন্দে মেতে উঠে বিনোদনপ্রেমীরা!
ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, দেওয়া হলো ৯ লাখ টাকার সংবর্ধনা
লন্ডনে একসঙ্গে দেখা গেলো সাবেক চার আওয়ামী মন্ত্রীকে
ঢাকায় ফিরছে ঈদযাত্রীরা, অনেকে ছুটছেন শহরের বাইরে
চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, নিহত ৭
বিটিভিতে আজ প্রচারিত হবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই যানজটের চিরচেনা দৃশ্য
মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪, আহত ২