বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ
ছবি: সংগৃহীত
সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার (৪ ডিসেম্বর) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি এখন থেকে সর্বোচ্চ ২০০ টাকা হবে। প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে এবং তাদের বাড়তি কোনো ফি দিতে হবে না।”
এর আগে, গত সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন ফি কমানোর প্রস্তাব পাঠায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব দেওয়া হয়।
পিএসসির একজন কর্মকর্তা জানিয়েছিলেন, “বিসিএস আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে ৫০ টাকায় নামানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিসিএস মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাবও করা হয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে সবার জন্য গ্রহণযোগ্য করা। সরকারের এ সিদ্ধান্তকে শিক্ষার্থী ও সাধারণ জনগণ ইতিবাচক হিসেবে দেখছেন।
আবেদন ফি কমানোর এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য আর্থিকভাবে স্বস্তিদায়ক হবে এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য এটি একটি বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। এ পদক্ষেপকে সরকারি চাকরির ক্ষেত্রে আরও সমান সুযোগ সৃষ্টির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।