ডিএমপির নতুন কমিশনার শেখ সাজ্জাদ আলী
শেখ সাজ্জাদ আলী। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো এই অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা সম্প্রতি অন্তর্বর্তী সরকার কর্তৃক পুনর্বহাল হয়েছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম, যিনি এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন।
শেখ সাজ্জাদ আলীর কর্মজীবন:
- ১৯৮৪ সালে বিসিএস পুলিশ ক্যাডারে কর্মজীবন শুরু।
- ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন।
- লক্ষ্মীপুরে পুলিশ সুপার এবং চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন।
- হাইওয়ে পুলিশের গঠনকালে ডিআইজির দায়িত্বে ছিলেন।
- অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কাজ করেন।
গত সোমবার শেখ মো. সাজ্জাদ আলীর চাকরি পুনর্বহাল করা হয়। আদালতের রায়ের ভিত্তিতে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে তাকে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হয়েছে। পাশাপাশি, তার প্রাপ্য বেতন-ভাতা এবং অবসরকালীন সুবিধাও মঞ্জুর করা হয়েছে।
শেখ সাজ্জাদ আলীর মেধা, সততা এবং নিষ্ঠার জন্য তিনি পুলিশ বাহিনীতে সুপরিচিত। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।
বাহারুল আলমকে পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বিশেষ শাখার প্রধান ছিলেন।
এই পরিবর্তনগুলো পুলিশের শীর্ষ পর্যায়ে নতুন নেতৃত্ব আনার মাধ্যমে বাহিনীর গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে।