সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত
সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত । ছবি: সংগৃহীত
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। রবিবার (১৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর।
ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন বলেন, "তার পাসপোর্ট সংক্রান্ত কোনো অগ্রগতি হয়নি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।"
গত ৫ নভেম্বর একটি সংবাদে দাবি করা হয়, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, যিনি হত্যা মামলার আসামি, তিনি আত্মগোপনে থেকেও বিশেষ সুবিধায় পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সেই প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় তাঁর ফিঙ্গারপ্রিন্ট, ছবি এবং চোখের আইরিশ নেওয়া হয়, যা নিয়ম বহির্ভূত। এতে পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পাসপোর্ট অফিসে গিয়ে সরাসরি আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেও অনৈতিক সুবিধায় পাসপোর্ট প্রাপ্তির অভিযোগ নতুন নয়। বিশেষ করে কিছু নেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে।
এদিকে, গত ২২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে। এর পর থেকে বেশ কিছু নেতার পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিতর্ক শুরু হয়।
পাসপোর্ট আবেদন স্থগিত এবং এর সঙ্গে যুক্ত বিশেষ সুবিধার অভিযোগ নিয়ে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানা গেছে।