টেকনাফে নাফ নদী থেকে ছয় বাংলাদেশি মাঝিকে অপহরণ করল আরাকান আর্মি
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি দুটি ট্রলারসহ ছয় বাংলাদেশি মাঝিকে অপহরণ করেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
আবদুর রশিদ জানান, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্টবোঝাই দুটি ট্রলার সোমবার বিকেলে ছয় মাঝি নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে নাফ নদীর জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে রাত কাটায়। পরের দিন মঙ্গলবার সকাল থেকে তারা আবার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। তবে বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও ট্রলারগুলো সেন্টমার্টিনে পৌঁছায়নি, যা সন্দেহের সৃষ্টি করে।
পরবর্তীতে তিনি জানতে পারেন, মিয়ানমারের আরাকান আর্মি ছয় মাঝিসহ ট্রলার দুটি আটক করে নিয়ে গেছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান আবদুর রশিদ।
এ বিষয়ে জানতে চাইলে, টেকনাফস্থ ২ নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, "ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই। এছাড়া এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিতও করেননি।"