দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংযোগের আহ্বান ড. ইউনূসের, জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনার ওপর জোর
ছবি: সংগৃহীত
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড তৈরির প্রস্তাব দিয়েছেন। আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ও ভুটানের মধ্যে এমন একটি গ্রিড স্থাপন করা হলে হিমালয়ের দেশগুলোর বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনা কার্যকর করা সম্ভব হবে। নেপালে ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের জন্য কম কার্বন নির্গমনশীল শক্তির উৎস হতে পারে।
ড. ইউনূসের মতে, বাংলাদেশ থেকে নেপাল মাত্র ৪০ মাইল দূরে হওয়ায় দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানি সহজ এবং পরিবেশবান্ধব হবে। তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ পানি ব্যবস্থাপনাকে উচ্চ অগ্রাধিকার দিয়েছে, যা দেশের বন্যা নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
উল্লেখ্য, দেশের যুব উন্নয়ন ও শিক্ষার সংস্কারেও অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার দিচ্ছে। জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক টি-টোয়েন্টি বিপিএল টুর্নামেন্টের সাথে তরুণদের জন্য একটি উৎসবের আয়োজন করা হবে। এতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। নারী ফুটবলের জন্যও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
ড. ইউনূস আরো বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে চলমান সংস্কার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।