দুই মাসে তিতাসের অভিযানে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
গত দুই মাসে (৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)। সোমবার (১২ নভেম্বর) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাসের অপব্যবহার ঠেকাতে তিতাসের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাসের এই অভিযানে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিতাসের নিজস্ব কর্মীদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।
গত রোববার (১০ নভেম্বর) কেরানীগঞ্জ, ফতুল্লা এবং গাজীপুরে অভিযানের অংশ হিসেবে তিনটি শিল্প এবং ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার চারটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব সংযোগের মধ্যে রয়েছে ৯৭টি শিল্প-কারখানা, ৫৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৬ হাজার ৮৫১টি আবাসিক সংযোগ। এভাবে অবৈধভাবে সংযোগকৃত মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার ব্যবহার করে গ্যাস পোড়ানো হচ্ছিল।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের অপচয় এবং অবৈধ সংযোগ রোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যা সবার জন্য নিরাপদ ও স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।