ঢাকায় আবার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা জানালো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত
ঢাকায় আবার অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। এটি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সরকারের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তার বাংলাদেশে প্রথম সফর।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পুনরায় ভিসা কেন্দ্র চালু এবং দু’দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন রোধে আলোচনা চালানোর বিষয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন। এ সময় অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ার মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে টনি বার্গ বলেন, তিনি বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সম্প্রতি স্বৈরাচারী শাসনের পতনের পর দেশটির বড় ধরনের উদযাপন প্রত্যক্ষ করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশ পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ, কারণ স্বৈরাচারী শাসন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতির অবস্থাও ছিল শোচনীয়। তিনি বলেন, "এখন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে, যা একটি কঠিন কাজ, তবে মানুষ ধৈর্যশীল। আমাদেরকে দেশের জন্য নতুন কাঠামো তৈরি করতে হবে।"
বৈঠকে অনিয়মিত অভিবাসনের প্রসঙ্গ তুলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অস্ট্রেলিয়া এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাতে আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনের হার বাড়ানোর অনুরোধ জানান। এতে মন্ত্রী বলেন, তারা এই বিষয়ে ইতিবাচক বিবেচনা করছে।
আলোচনায় বাংলাদেশের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বিষয়টিও উঠে আসে। অধ্যাপক ইউনূস বলেন, "আমাদের স্বাধীনতা এ আন্দোলনের মধ্য দিয়েই এসেছে।" এ সময় তিনি দেশের বিভিন্ন কমিশনের কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনূস মন্ত্রীকে "দ্য আর্ট অব ট্রায়াম্ফ" বইটির একটি কপি উপহার দেন, যা গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি ও ম্যুরাল নিয়ে লেখা। অস্ট্রেলিয়ার মন্ত্রী উপহারটির প্রশংসা করেন এবং সুযোগ পেলে ঢাকার শহরে এসব শিল্পকর্ম সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেন।