শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জুলাই-আগস্ট বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের তথ্য এবং চিত্র সংরক্ষণে আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ‘জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর।’

এই আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ pidjuly2024@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এই আন্দোলনের সাথে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু-কিশোর-ছাত্র-জনতা। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে।

হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এতে বলা হয়, ‘আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও’।

Header Ad
Header Ad

গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ১টা ২৬ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে ১০৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার (Birthright Citizenship) বাতিলের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নারীদের মধ্যে আগাম সন্তান জন্মদানের প্রবণতা বেড়েছে।

নতুন আদেশ অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। তার আগে সন্তানদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করতে অনেক ভারতীয় নারী হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে নির্ধারিত সময়ের আগে সন্তান জন্মদানের জন্য ভারতীয় দম্পতিদের মধ্যে একটি অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। নিউজার্সি ও টেক্সাসের মতো রাজ্যগুলোর মাতৃত্ব কেন্দ্রগুলোতে সি-সেকশনের অগ্রিম বুকিংয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

নিউজার্সির চিকিৎসক এস ডি রামার মতে, ৮-৯ মাসের অন্তঃসত্ত্বা নারীদের অনেকেই আগাম সি-সেকশনের আবেদন জমা দিচ্ছেন। তবে চিকিৎসকরা সময়ের আগেই সন্তান জন্মদানের ঝুঁকি সম্পর্কে সতর্ক করছেন। টেক্সাসের চিকিৎসক ডা. এস জি মুক্কালা জানান, আগাম সি-সেকশনের ফলে শিশুর অপরিণত ফুসফুস, কম ওজন, খাবারের সমস্যা এবং মা ও শিশুর অন্যান্য জটিলতার সম্ভাবনা থাকে।

এই প্রবণতা মূলত ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির প্রেক্ষিতে দেখা গেছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। এজন্য নির্ধারিত সময়ের আগে সন্তান জন্মদানের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় অভিবাসীরা।

Header Ad
Header Ad

আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত

আজ (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বিএনপির নেতারা বনানীতে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করবেন। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং বিকেলে গুলশানে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া লন্ডনে বাদ আসর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকো তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হলেও তিনি রাজনীতির চেয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি আগ্রহী ছিলেন।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন এবং ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসার জন্য যান। মালয়েশিয়ায় অবস্থানকালে ২০১৫ সালে তার আকস্মিক মৃত্যু বিএনপি ও পরিবারের জন্য ছিল এক গভীর শোকের দিন। তার স্ত্রী শামিলা রহমান সিঁথি ও দুই কন্যা জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

আরাফাত রহমান কোকোর মৃত্যু তার পরিবার এবং দলের জন্য এক গভীর শোকের স্মৃতি হয়ে রয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী: ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
একসঙ্গে বিয়ের পিড়িতে বসলেন ২০০ সমকামী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ
‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ
আঁতাতের মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ
দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: সেলিমা রহমান
মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ ইসলাম
দেশের বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
দুর্বার রাজশাহীর কাছে অপ্রতিরোধ্য রংপুরের প্রথম হারের স্বাদ
যে ৭ ভুলে দ্রুত নষ্ট হবে আপনার শখের স্মার্টফোন
অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ যোগাতে সড়কে পিঠা বিক্রি করছেন নূর ছবি বেগম