পূজা পরবর্তী নিরাপত্তা জোরদার, গুজব রোধে কঠোর অভিযান: আইজিপি ময়নুল ইসলাম
ছবি: সংগৃহীত
সন্ত্রাসী কার্যক্রম রোধে আসন্ন পূজা শেষে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনেক তথ্য গুজব হিসেবে প্রমাণিত হয়েছে, এবং এসব গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
আইজিপি আরও জানান, বিজয়া দশমীর বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজাকে ঘিরে প্রথমদিকে নাশকতার আশঙ্কা থাকলেও এখন তা নেই এবং পূজা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর আগে, শুক্রবার রাতে রাজধানীর তাঁতীবাজার এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখানে এক নারী দর্শনার্থীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময়, ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা ছুরিকাঘাত করে এবং পূজামণ্ডপের দিকে পেট্রোলবোমা নিক্ষেপ করে, যদিও বোমাটি বিস্ফোরিত হয়নি।
ওই ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আকাশ (২৩), হৃদয় (২৩), এবং জীবন (১৯) নামে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই ও হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।