টাঙ্গাইলে ইউপি নির্বাচনে এক কেন্দ্রের নিরাপত্তায় ৮১ পুলিশ!
চর্তুথ ধাপে গত ২৬ ডিসেম্বর বিশৃঙ্খলার কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কেন্দ্রের ভোটগ্রহণ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতহীনভাবে অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ ভোটার রয়েছেন।
স্থগিত ওই কেন্দ্রের নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ৭টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জয়ের ব্যাপারে তিনজন প্রার্থীই আশাবাদী।
এ ইউনিয়নে তিনজন প্রার্থী চেয়াম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল)।
১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা। এর মধ্যে নৌকা ৪ হাজার ৮৫৫ ভোট, আনারস ৬ হাজার ৯ ভোট ও মোটরসাইকেল ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার চেয়ে ১ হাজার ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, নির্বাচন সুষ্ঠু ও এলাকায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে জন্য কেন্দ্রে ছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ডিবির স্ট্যান্ডবাই টিম, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ আমাদের মূল লক্ষ্য।
গত ২৬ ডিসেম্বর উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা কারণে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।
এফএস/এমএসপি