বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে: যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায়। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হয়। হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছে, আর এ সময় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেশী ভারত ইতোমধ্যে বাংলাদেশের কাছে বার্তা পাঠিয়েছে যেন হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দেয়া হয়।
এই প্রেক্ষাপটে বাংলাদেশি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ নিয়েছে, এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তারা অবশ্যই বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান।
একটি প্রশ্নে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের উত্থাপিত বাংলাদেশে ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা ও বিচারবহির্ভূত হত্যার (লিঞ্চিং) ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
মিলার এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও জানান, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সেই বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায়। এবং যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।