সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
বিএনপি কর্মী মকবুল হত্যার মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা, পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান। শুনানিতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সরকার পতনের কর্মসূচির সময় পল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে আওয়ামী লীগ সমাবেশ বানচালের চেষ্টা করে। সেই সময় পুলিশের কিছু সদস্যের যোগসাজশে আওয়ামী লীগ কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। আন্দোলন দমাতে লাঠিচার্জ, ককটেল হামলা, টিয়ারসেল নিক্ষেপ এবং গুলি চালানো হয়, যার ফলে বহু বিএনপি কর্মী আহত হন এবং মকবুল হোসেন নামক একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য সাবের হোসেন চৌধুরীকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাবের হোসেন চৌধুরী একাদশ জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।