মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানিয়ে খুশি প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত সফরে ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ড. ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়, আনোয়ার ইব্রাহিমকে ‘পুরনো বন্ধু’ হিসেবে উল্লেখ করে তাকে স্বাগত জানাতে পেরে প্রধান উপদেষ্টা ‘খুব খুশি’। স্বাগত জানানোর পর, বিমানবন্দরে তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. ইউনূস বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ, এবং পূর্ববর্তী সরকারের গণহত্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের বিষয়েও কথা বলেন।
আনোয়ার ইব্রাহিমের প্রতি তার বন্ধুত্বের নিদর্শন হিসেবে দুই নেতা একই গাড়িতে করে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান।