গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: উপদেষ্টা আসিফ
শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত
গার্মেন্টস খাতে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, অস্থিরতার পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে দুর্গাপূজা, পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি, মাদক সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টিতে একটি গোষ্ঠী উসকানি দিচ্ছে। সম্প্রতি সাভারে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনার পর পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। তিনি জানান, শ্রমিকদের ভেতর থেকে প্রথমে কেউ গুলি চালায়, যার ফলে পরিস্থিতি আরও সহিংস হয়ে পড়ে। পরে গুজবের মাধ্যমে শ্রমিকদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। যারা এই গুজব ছড়িয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।
শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ জানান, নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের শনাক্তের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও জানান, যেসব মালিক শ্রমিকদের বেতন প্রদান করছে না, তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। অনেক মালিক পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে বিশাল ঋণের অভিযোগ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন শ্রম উপদেষ্টা।