রোজার আগেই বেক্সিমকো শিল্প পার্কের ২৭ হাজারের বেশি শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বেক্সিমকোর যত দেনা-পাওনা রয়েছে, তা চলতি মাসের মধ্যেই পরিশোধ করা হবে। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে ভালো অগ্রগতি হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে, যার যে পাওনা রয়েছে, তা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।”
পাওনা পরিশোধের পদ্ধতি নিয়ে তিনি জানান, অর্থ বিভাগ থেকে সরাসরি এই অর্থ প্রদান করা হবে নাকি শেয়ার বিক্রির মাধ্যমে পরিশোধ করা হবে, তা আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারণ করা হবে। সংশ্লিষ্টরা এই সময়ের মধ্যে চূড়ান্ত হিসাব করে জানাবেন, মোট কত টাকা প্রয়োজন এবং কত টাকা ইতোমধ্যে ব্যবস্থাপনায় রয়েছে।
শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “তারা এখনও বেক্সিমকোর শ্রমিক। আমি তো বলতে পারি না ১০০ জন এখানে যাও, ৫০০ জন ওখানে যাও। তবে তারা সবাই দক্ষ শ্রমিক এবং আমরা কোনোভাবেই এত শ্রমিককে বেকার থাকতে দিতে পারি না। এর একটা সমাধান অবশ্যই হবে। সরকার শ্রমিকদের চাকরি হারিয়ে ঘরে ফেরানোর নীতি গ্রহণ করেনি।”