সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত তার নিজ বাড়ি হিজল করচ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এ মন্ত্রীকে। গ্রেপ্তারের পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। গত ২ সেপ্টেম্বর হাফিজ আহমদ নামে এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

Header Ad
Header Ad

ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় (ইনসটে অভিযুক্ত মুনছুর আলী)। ছবি: সংগৃহীত

ঢাকা এবং উত্তরবঙ্গের ১৬টি জেলার সড়ক যোগাযোগ সহজ ও নিরাপদ করার লক্ষ্যে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে। তবে এক্সপ্রেসওয়ের পলাশবাড়ী উপজেলার একটি জমি নিয়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে পলাশবাড়ী উপজেলার একটি সরকারি জমি দুইবার বিক্রি করা হয়েছে। এর ফলে সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।

সড়ক বিভাগ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী জনাব পিয়াস কুমার সেন স্বাক্ষরিত এক প্রত্যয়ন পত্রে বলা হয় যে, অত্র দপ্তরের নথিতে সংরক্ষিত তথ্যমতে এল, এ কেস নং-১/৬৯/১৯৫৭-৫৮ এর আওতায় পলাশবাড়ী উপজেলার অন্তর্গত মৌজা: নুনিয়াগাড়ী, জে .এল নং-৬, সিএস খতিয়ান নং-১৬, সাবেক দাগ নং-৭৯ ও ৮০ (বর্তমান দাগ-৮৩১) হতে যথাক্রমে ০.২৫ একর ও ০.০৭ একর, একত্র ০.৩২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। উক্ত অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ মোফাজ্জল হোসাইন, পিতা-আব্দুল শেখ নামক ব্যক্তি উত্তোলন করেছেন। উক্ত জমি অধিগ্রহণের টাকা মোফাজ্জল হোসেন ফরম নং-১৩ এ, কেস নং- ১/৬৯, ১৯৫৭-৫৮ এর মাধ্যমে উত্তোলন করেছেন।

সরকার কর্তৃক উক্ত জমি অধিগ্রহণ করা হলেও মুনছুর আলী, পিতা- মো: মোফাজ্জল হোসেন অধিগ্রহণকৃত জমি কিছুদিন পরে অবৈধভাবে দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করেন। চলতি এলেংগা-হার্টিকুমরুল-রংপুর ৬ লেন রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হলে মুনছুর তার অবৈধভাবে দখল করা জমিতে নির্মিত বিল্ডিংয়ের ক্ষতিপূরণের পাওয়ার জন্য গাইবান্ধা জেলা প্রশাসনের এল এ শাখার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে ইতিমধ্যে অবৈধভাবে নির্মিত বিল্ডিংয়ের ক্ষতিপূরণ বাবদ প্রায় ২.৫ কোটির মত টাকা উত্তোলন করেন।

১৯৫৭-৫৮ সালে ৩২ শতক জমি অধিগ্রহণের পরে মুনছুরের আর জমি থাকে মাত্র ৩ শতক। অথচ ইতিমধ্যে তিনি প্রশাসনের লোকজন কে টাকা দিয়ে ম্যানেজ করে ধারা ৮ এর ৩ (ক) নং উপ ধারা, এল এ কেস নং : ১১/২০১৯-২০, জারির নং-৫৯৪৪, তারিখ : ৩১/০৭/২০২৩ ধারা জারি করানোর ব্যবস্থা করেন।

উক্ত ৮ ধারা অনুযায়ী মুনছুর ও তার ২ ভাই মিলে মোট ৩৩.২৫ শতক জমি অধিগ্রহণ করে তার মূল্য বাবদ প্রায় ১৫ কোটি টাকা অর্থাৎ ১৫,৮৪,৪৯৬,৮৯.৩৬ টাকা উত্তোলনের জোড়ালো পাঁয়তারা করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের সিন্ডিকেট এবং কতিপয় অসাধু দালাল চক্র মুনছুর ও তার ভাইদেরকে অবৈধভাবে এই টাকা পাইয়ে দিতে উঠেপড়ে লেগেছে।

সরকারের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে নির্মিত বিল্ডিং এবং অধিগ্রহণকৃত জমি পুনরায় বিক্রির সুযোগ আছে কিনা এ ব্যাপারে জানতে চাইলে হাইকোর্টের সিনিয়র একজন আইনজীবী জানান, এভাবে এক জমি কুমিরের বাচ্চার মত বারবার বিক্রি করা প্রতারণার শামিল এবং কোনোভাবেই ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নাই। কেউ এভাবে টাকা উত্তোলন করলে অভিযুক্ত ব্যক্তিকে টাকা ফেরত দিতে হবে এবং তাদের জেল জরিমানার ব্যবস্থা করতে হবে। তাছাড়া জেলা প্রশাসনের যেসব ব্যক্তি এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের চাকুরিচ্যুতসহ গুরুদণ্ড প্রদান করতে হবে।

এ ব্যাপারে ঢাকাপ্রকাশকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। আর আমার প্রশাসনের কেউ এ কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত

ফিলিস্তিনের পতাকা হাতে সাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে বিদ্যুৎ বিভাগের এক মুসলিম কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তারা এটিকে ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে।

ভুক্তভোগী ওই ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। রাজ্যটির সাহারানপুরে কর্মরত ছিলেন তিনি। বরখাস্তকৃত ওই কর্মীর নাম সাকিব খান। রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

উত্তর প্রদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাকিব খান রাজ্যটির কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত ছিলেন। গত ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। ওই সংক্রান্ত একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ওই কাজকে “দেশবিরোধী” বলে উল্লেখ করেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়। যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়। ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

পুলিশ সূত্রে খবর, আম্বালা ঈদগাহে নামাজের পরে কয়েকজন ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনপন্থি স্লোগান দিয়েছিলেন।

সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল জানিয়েছেন, সেই দিনের ভিডিও ফুটেজ দেখে অন্যদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

Header Ad
Header Ad

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি: ঢাকাপ্রকাশ

দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উদ্যোগে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ও নাভারণ সাতক্ষীরা মোড়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার দলমত নির্বিশেষে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উদ্যোগে যশোরের বেনাপোল ও শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক বিক্ষোভ মিছিল দুটি বেনাপোল ও শার্শার সাতক্ষীরা মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ সভায় বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব