ঢাকাপ্রকাশকে এসএম কুদ্দুস জামান
আজ সার্চ কমিটির প্রথম বৈঠক
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি বা সার্চ কমিটি গঠিত হওয়ার একদিনের মাথায় বৈঠকে বসছে। ছয় সদস্যের এই কমিটির প্রথম বৈঠক রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকাপ্রকাশকে টেলিফোনে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্য বিচারপতি এসএম কুদ্দুস জামান।
কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এ বৈঠক আহ্বান করেছেন বলে তিনি জানান।
বিচারপতি এসএম কুদ্দুস জামানের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিম্নরূপ:
ঢাকাপ্রকাশ: আপনাকে অভিনন্দন। নতুন নির্বাচন কমিশন গঠনের বড় দায়িত্ব আপনাদের হাতে। এই দায়িত্ব পালন কতটা চ্যালেঞ্জ মনে করছেন?
এসএম কুদ্দুস জামান: সব কাজেই চ্যালেঞ্জ আছে। আমরা সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত মেধা ও প্রজ্ঞা দিয়ে কাজটি ভালোভাবে করার চেষ্টা করব।
ঢাকাপ্রকাশ: দেশবাসী আপনাদের দিকে তাকিয়ে আছে। এ বিষয়ে যদি কিছু বলেন।
এসএম কুদ্দুস জামান: দেশবাসীর প্রত্যাশা সম্পর্কে আমরা অবগত। আমরা তো এ দেশেরই মানুষ। বিষয়টির গুরুত্ব সম্পর্কে আমরা বুঝি। আমরা চেষ্টার কোনো কমতি করব না। আমরা ভালো ফলাফলের প্রত্যাশী।
ঢাকাপ্রকাশ: বর্তমান প্রেক্ষাপটে গ্রহণযোগ্য ব্যক্তি খুঁজে বের করার কাজটা কি কঠিন মনে হয়?
এসএম কুদ্দুস জামান: আমরা তো এখনও বসিনি। কালকে (রবিবার, ৬ ফেব্রুয়ারি) বসব। আমাদের মিটিং কালকে সাড়ে চারটায়। আশা করছি সবগুলো বিষয় বিবেচনায় নেব।
ঢাকাপ্রকাশ: বৈঠক কোথায় বসছে?
এসএম কুদ্দুস জামান: আমরা হাইকোর্টে বসব।
ঢাকাপ্রকাশ: আপনাকে ধন্যবাদ
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছুহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন' অনুসারে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী এই অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের জন্য দুটি করে নাম প্রস্তাব করবেন। অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন।
রাষ্ট্রপতি সেই নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। সেই কমিশন পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন পরিচালনা করবে।
আরো পড়ুন : বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি
আরো পড়ুন : অনুসন্ধান কমিটিতে নিয়োগ পেলেন যারা
এসএম/টিটি/এপি/