সীমান্ত হত্যা বন্ধে যা করণীয় তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
সরকার সীমান্ত হত্যা বন্ধে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে যখন সোনালী অধ্যায় বলতো, তখনো সীমান্ত হত্যা হতো। এটি বন্ধ করতে যা করণীয় তা করবে সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মালয়েশিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সেকেন্ড হোমের বিষয়ে ভাইরাল হওয়া ডকুমেন্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কিছু নেই বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, এটা নিয়ে চাইলে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারে। এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই।