যোগ্য ও দক্ষ ব্যক্তিকেই আগামী নির্বাচন কমিশনে আনা হবে: ছহুল হোসাইন
আগামী নির্বাচন কমিশন গঠনে সবচাইতে যোগ্য ও দক্ষ লোক বাছাই করার প্রতিজ্ঞা ব্যক্ত করে অনুসন্ধান কমিটির সদস্য সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, সব থেকে যোগ্য নামী ও দক্ষ ব্যক্তিকেই আগামী নির্বাচন কমিশনে আনা হবে। একাদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করেছিলেন সাবেক এই নির্বাচন কমিশনার। তার কাঁধেই নতুন নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব, কোনো প্রভাব পড়বে কি-না ঢাকাপ্রকাশের এমন প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেছেন, ‘আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম তাতে কি আমার সারাজীবনের আদর্শ নষ্ট হয়ে গেলা। আমি কেন পার্টিজান হবো। আমি সারাজীবন পার্টিজান ছিলাম না।’
শনিবার (০৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে ৬ সদস্যের সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিকের একজন হলেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ঢাকাপ্রকাশ-এর সঙ্গে মোবাইল ফোনের আলাপ চারিতায় ছহুল হোসাইন বলেন, অবশ্যই বেস্ট ম্যান ইজ ফাইন্ড আউট ফর দ্যা ইলেকশন কমিশন। সবার সঙ্গে আলাপ হোক, মিটিং হোক তারপর দেখি কি পদ্ধতি অবলম্বন করি। আমি বিশ্বাস করি সব থেকে যোগ্য ব্যক্তি এবং নামী ব্যক্তি, দক্ষ ব্যক্তিকে এই জায়গায় আনতে হবে। এটা অত্যান্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যার মাধ্যমে আগামী দিনের নেতা নির্বাচন করব। দেখা যাক কি করা যায়।
ঢাকাপ্রকাশ: আপনাদের হাতে তো খুব বেশি সময় নেই। এরমধ্যে কি যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে পারবেন?
ছহুল হোসাইন: আর একটু বেশি সময় হলে ভালো হতো। তারপরও আইন অনুযায়ী এরমধ্যেই করতে হবে। আমি তো করব না। দেখি চেয়ারম্যান যাকে করা হয়েছে উনি কিভাবে চিন্তা করছেন। এখনও কারও সঙ্গেই আলাপ হয়নি। আশাকরি দ্রুতই মিটিং আহ্বান করবেন। সেখানে আলাপ আলোচনা করে যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার ব্যাপারে চেষ্টা থাকবে।
ঢাকাপ্রকাশ: আপনি তো আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তাতে কি কোনো প্রভাব পড়বে?
ছহুল হোসাইন: তাতে কি আমার সারাজীবনের আদর্শ নষ্ট হয়ে গেলো? সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ কি জানে না আমি কি আদর্শের মানুষ? আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম বলেই কি আমার আদর্শ থেকে বিচ্যুতি হয়ে গেছি। এখন আমি আদর্শ থেকে বিচ্যুত হব? অবশ্যই না।
ঢাকাপ্রকাশ: নিরপেক্ষভাবে কাজ করতে কোনো সমস্যা হবে কি-না?
ছহুল হোসাইন: প্রশ্নই ওঠে না। কেনো পার্টিজান হবো। আমি সারাজীব পার্টিজান ছিলাম না।
এসএম/