ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনায় গঠিত এসব কমিটি ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে।
এই কমিটির মধ্যে একটি হলো নির্বাচন আয়োজন ও পরামর্শদাতা কমিটি, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। ৬ সদস্যের এই কমিটি নির্বাচনী আয়োজনের বিষয়ে প্রাসঙ্গিক পরামর্শ প্রদান করছে।
দ্বিতীয় কমিটি নির্বাচন আচরণবিধি প্রণয়ন ও সংশোধনের জন্য গঠন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই কমিটির আহ্বায়ক। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ইতোমধ্যেই তাদের প্রথম সভা সম্পন্ন করেছে এবং আচরণবিধি সংশোধনের কাজ শুরু করেছে।
তৃতীয় কমিটি গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের জন্য গঠন করা হয়েছে। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এর আহ্বায়ক। এই কমিটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ করছে। ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক প্রস্তাবনা পাওয়া গেছে এবং তা পর্যালোচনা করে গঠনতন্ত্র সংশোধনের কাজ চলছে।
উল্লেখ্য, এই তিনটি কমিটির সুষ্ঠু কার্যক্রমের মাধ্যমে ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হতে পারে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটার ফলাফল স্থগিত। ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। সোমবার (২০ জনুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল স্থগিত করা হয়। আগামীকালের মধ্যে কোটার সনদ পাঠাতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে।
এর আগে রোববার ( ১৯ জানুয়ারি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে কোটায় ১৯৩ জন নির্বাচিত হয়।
কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন-এমন যুক্তি দিয়ে সমালোচনা করছেন কেউ কেউ। প্রকাশিত ফলকে ‘বৈষম্যমূলক’ দাবি করে রোববার রাতেই কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তোলেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মোর্ত্তজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।
বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলছিলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’
তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে সিলেট স্ট্রাইকার্সের কোচ ইমন বলছিলেন, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’