প্রবাসী আয় বাড়াতে মিশনগুলোর তেমন উদ্যোগ নেই: সেকিল চৌধুরী
প্রবাসী আয় বাড়াতে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে তেমন উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির সভাপতি এম সেকিল চৌধুরী।
শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২২ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এম সেকিল চৌধুরী বলেন, বিলিয়ন বিলিয়ন ডলার আসছে প্রবাসীদের কাছ থেকে। কিন্তু মিশনগুলোতে এ ব্যাপারে তেমন কূটনৈতিক উদ্যোগ নেই।
বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে উল্লেখ করে এম সেকিল চৌধুরী বলেন, শান্তিরক্ষীরা বিদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে। তাদের উৎসর্গের কথা সেভাবে প্রচার হয়নি। এগুলো তুলে ধরতে হবে।
শুধু এসব নয়, এ দেশকে তুলে ধরার বহু বিষয় রয়েছে জানিয়ে সেকিল চৌধুরী বলেন, আমরা সেটা করছি না। শুধু শান্তি রক্ষা নয়, সেখানে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট সুযোগ আছে। সেদিকেও দৃষ্টি দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম প্রমুখ।
আরইউ/এসএন