অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে: মসিউর রহমান
মহামারির পর অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।
শনিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে মসিউর রহমান বলেন, ‘প্রবাসীদের জব সিকিউরিটি ও ইনকাম সিকিউরিটি বাড়ানোর কথা ভাববার অবকাশ আছে। দেশে ফিরে এলে যাতে এদের কাজে লাগানো যায় সেই ভাবনা-চিন্তাওর অবকাশ আছে।’
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ‘এনআরবিদের পৃথক কোনো পরিচয়পত্র দেয়া যায় কি না সে বিষয়টি ভেবে দেখতে হবে। শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ।
আরইউ/এসএ/