'আইএমএফ-বিশ্বব্যাংকের ব্যবস্থাপত্র পরিহার করে দেশ এগিয়েছে'
সরকার আইএমএফ ও বিশ্বব্যাংকের ব্যবস্থাপত্র পরিহার করে চলায় দেশ এগিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত 'ব্রান্ডিং বাংলাদেশ' শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২২ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বাধীনতার পরে নেতিবাচক ব্র্যান্ডিং হলেও এখন সে অবস্থায় নেই মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্ঠায় একটি শক্ত ভিত্তি র উপর দাড়িয়ে যাচ্ছে এই দেশ। এই সরকার ক্ষমতায় এসে বিশ্বব্যাংক ও আইএমএফ এর ব্যবস্থাপত্র পরিহার করে নিজস্ব বুদ্ধিতে চলার শুরু করল। এর ফলে বদলে গিয়েছে দেশের ভাবমূর্তি।
বাস্তবায়নযোগ্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এমনটা জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নেতিবাচক ব্র্যান্ডিং দুর্ভাগ্যজনক। দেশপ্রেমিকরা এটা কিছুতেই করতে পারে না। তাদের সময়োচিত জবাব দিতে ব্র্যান্ডিং বাংলাদেশকে জোরদার করে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ।
আরইউ/কেএফ/