সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেই: সেনাপ্রধান
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর নেই বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ব্রান্ডিং ’বাংলাদেশ' শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২২ অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন।
সেনাপ্রধান বলেন, ইতিহাস ঘেঁটে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেই। এর জন্য আমরা গর্বিত। এভাবেই বাংলাদেশের ব্র্যান্ডিং করেছি আমরা।
বাংলাদেশ বিশ্বে ইতিবাচক ভাবমূর্তিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে সেনাপ্রধান বলেন, প্রবাসীরা এজন্যই কঠোর পরিশ্রম করে। দেশের অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।
বাংলাদেশ এখন অনেক দেশের কাছে অনুকরণীয় মডেল মন্তব্য করে সেনাপ্রধান বলেন, অনেক অর্জনের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ অন্যতম। বেশি সংখ্যায় অংশ নেওয়ায় বাংলাদেশ প্রশংসনীয় অবস্থায় আছে। সাড়ে ছয় হাজারেরও বেশি সদস্য সেখানে কাজ করছে।
সেনাবাহিনী অনেক ঝুঁকি নেয়, এটা শুধু দেশের প্রয়োজনই এমনটা জানিয়ে সেনাপ্রধান বলেন, প্রতিটি দায়িত্ব পালনে ধীরে ধীরে দক্ষতার উন্নয়ন করেছে এ সদস্যরা। এজন্য আমরা গর্ব করতেই পারি। বাংলাদেশকে আমাদের সবাইকে ব্র্যান্ডিং করে এগিয়ে নিতে হবে। ইউএন মিশন ছাড়াও অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সেনবাহিনীর অবদান আছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ।
আরইউ/এসএন