গুম-খুন কতটা সত্যি জানা নেই: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গুম-খুন কতটা সত্যি জানা নেই। একটা মানুষও হারিয়ে যাক এটা বাংলাদেশ সরকার চায় না।
শনিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বজন নিখোঁজের খবর নিতে গেলে হয়রানি করার অভিযোগ করে পরিবারের সদস্যরা। বিভিন্ন রকম সন্ত্রাসীগ্রুপ অপপ্রচার চালাচ্ছে।
বাংলাদেশ এখন কারো কারো কাছে চক্ষুশূল হয়ে উঠেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আসল উদ্দেশ্য মানবাধিকার নয়। অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।
বাংলাদেশ-চীনের ডেড ট্র্যাপ হবার কথা বলা হয়। এর সঙ্গে বাস্তবতার কোনো সাদৃশ্য নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের লেজুড় হওয়ার অভিযোগ সঠিক নয়। সব জায়গা থেকে অস্ত্র কেনা হয়।
চীনকে নিয়ে তিস্তা ব্যারাজ সম্পর্কে যেসব কথা বলা হয় সেগুলোও ঠিক না। এগুলো জ্ঞানপাপীদের অপপ্রচার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ।
আরইউ/এসএন