সফলতার গল্প বিশ্বের সব প্রান্তে পৌঁছাতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সফলতার গল্পগুলো বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
শনিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
রিয়েল টাইম মার্কেট অপারচুনিটিজ গ্রহণ করার তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রান্ডিং ইকোসিস্টেম গড়ে তোলার এখনই সময়। বহুপক্ষীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শান্তিরক্ষা মিশন ইতিবাচক বাংলাদেশের বড় উদাহরণ সৃষ্টি করেছে।
বাংলাদেশের ব্র্যান্ড নেম হলো ল্যান্ড অব অপারচুনিটি এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, কৃষিসহ আরও বেশ কিছু খাতে বিনিয়োগ করার সুযোগ আছে। সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরির কোনো বিকল্প নেই। বিনিয়োগকারীদের সরকার সব ধরনের সহযোগিতা ও পরিবেশ দিচ্ছে। টেকসই অবকাঠামোসহ পরিবেশ পুরোপুরি প্রস্তুত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন শুধু প্রয়োজন বিনিয়োগ নিয়ে আসা এবং এর সুফল ঘরে তোলা। জাতির ব্র্যান্ড ইকুইটি বাড়াতে হবে। যথাসম্ভব একে কাজে লাগানোর বিষয়ে ভাবতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমিরেটাস অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ।
আরইউ/এসএন