আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের প্রথমদিনের অবস্থান আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম এ ঘোষণা দেন।
এসময় জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (সোমবার) বেলা ১১টায় আবার আন্দোলন শুরু হবে। এসময় আন্দোলনকারীদের নিজ নিজ বাসায় চলে যাওয়ার আহ্বানও জানানো হয়।
এর আগে দুপুর থেকে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টায় দেখা যায়, শাহবাগ থানার গেটের সামনে অবস্থান করছেন অসংখ্য অস্ত্র সজ্জিত পুলিশ সদস্য। পাশেই রাখা হয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)। এসময় টিএসসির দিক থেকে একটি মিছিল আসে শাহবাগে। মিছিলটি থানার সামনে পৌঁছার সঙ্গে সঙ্গে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান ওঠে। তখন পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।