শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | ৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৈষম্যবিরোধী আন্দোলনকে সংহতি জানিয়ে বাংলাদেশের সকল স্থপতি এলামনাই এসোসিয়েশনের যৌথ বিবৃতি

বাংলাদেশের সকল স্থপতি এলামনাই এসোসিয়েশন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশের সকল স্থপতি এলামনাই এসোসিয়েশন। শুক্রবার (২ আগস্ট) গণমাধ্যমকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের সকল স্থপতি এলামনাই এসোসিয়েশনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই অবগত রয়েছি। একটি যৌক্তিক ও সুস্পষ্ট অরাজনৈতিক ইস্যু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের "বৈষম্য বিরোধী আন্দোলন" দীর্ঘসময় শান্তিপূর্ণভাবে চললেও একসময়ে গিয়ে কতিপয় অপরিণামদর্শী বক্তব্য ও উষ্কানিতে কিছু সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করায় পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে একে একে হারিয়ে যেতে থাকে অনেক অমূল্য প্রাণ, গুরুতরভাবে অঙ্গহানি ও দৃষ্টিহানি ঘটে অসংখ্য। পরবর্তীতে আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনৈতিকভাবে গ্রেফতার, আটক ও হয়রানি চলতে থাকে। উল্লিখিত প্রতিটি বিষয়ই সংবিধান ও আইন অনুসারে নাগরিকের মৌলিক অধিকার বিরোধী বলে প্রতীয়মান।

বাংলাদেশের সকল স্থপতি এলামনাই এসোসিয়েশনের যৌথ বিবৃতি। ছবি: সংগৃহীত

বিবৃতিতে আরও বলা হয়েছে, সাধারণ নিরস্ত্র ও শান্তিপূর্ণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণকারী এরূপ বলপ্রয়োগ, বেআইনি পদক্ষেপ এবং তাদের প্রাণহানি, অঙ্গহানি, দৃষ্টিহানিতে আমরা বাংলাদেশের স্থাপত্য স্কুলসমূহের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ মর্মাহত, বিচলিত ও উদ্বিগ্ন।

বর্তমান পরিস্থিতির আশু উত্তরণে আমরা নিম্নলিখিত দাবিসমূহ উপস্থাপন করছি-

১. আন্দোলনের প্রতিটি প্রাণহানির সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।
২. নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনী আর কোনও প্রকার প্রাণহানিকর বা অঙ্গহানিকর বা দৃষ্টিহানিকর আঘাত করবে না।
৩. আন্দোলনে সংশ্লিষ্ট প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর সাথে সাথে প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে।
৪. বেআইনিভাবে আটক থাকা প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং শান্তিপূর্ণ ও নিরপরাধ শিক্ষার্থীদের ধরপাকড় বন্ধ করতে হবে।

স্থপতির মূল ভূমিকা দেশের ভবিষ্যৎ নির্মাণ করা এবং দেশের শিক্ষার্থীদের চেয়ে এ কাজটি আর কেউ ভালোভাবে করতে সক্ষম নয়; দুর্ভাগ্যবশত তারাই বর্তমানে চরম সহিংসতা এবং অবিচারের শিকার হচ্ছে। আমরা, প্রাক্তন শিক্ষার্থীরা অনুরোধ করছি যে, এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা হোক এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী এবং নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার সুরক্ষা সুনিশ্চিত করা হোক।

উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার আফতাবনগর, বনশ্রী ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী-জনতার বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Header Ad
Header Ad

জামালপুরে জামাই মেলা জমে উঠেছে

জামাইমেলায় মাছ দেখাচ্ছে ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলাশপুরে সাত দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। প্রতিবছর নবান্ন উৎসব ঘিরে এ মেলা হয়ে থাকে। এই মেলা ঘিরে ঘরে-ঘরে জামাইরা শ্বশুর বাড়ি আসেন। মেলায় বড় আকর্ষণ বাহারি বড়-বড় মাছ ও মিষ্টি। এই মেলায় বড়-বড় রুই, কাতল, মৃগেল, চিতল, পাঙ্গাস, সিলভার কার্প এবং বিভিন্ন সামুদ্রিক মাছ বিক্রি হয়।

জামাইরা মেলায় এসে প্রতিযোগিতা করে মাছ কেনেন। এদিকে কে কত বড় মাছ কিনেছেন তা দেখার জন্য মেলায় আসেন প্রতিবেশীরাও। শুধু মাছ-মিষ্টি নয়, মেলায় রয়েছে, খেলনা, চুড়ি, নাগরদোলা, ভূতের বাড়ি, যাদু খেলা, ট্রেন, ঘোরদৌড়, লাঠি খেলা ও বাহারী খাবার।

মেলা কমিটির সভাপতি মোঃ খালেদ মাসুদ সোহেল তালুকদার বলেন, প্রতিবছর ১৭ ডিসেম্বর এই মেলা শুরু হয়ে সাতদিন চলে। এই মেলা থেকে জামাইরা বড়-বড় মাছ, মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যায়। মেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মোঃ মোখলেছুর রহমান বলেন, মেলায় পুলিশের পাশাপাশি মেলা কমিটির ভলান্টিয়ারসহ এলাকার লোকজন নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এখানে নির্দ্বিধায় মেলায় এসে সবাই নিরাপদে মেলার আনন্দ উপভোগ করতে পারবেন।

মোঃ শহিদুল ইসলাম নামে এক জামাই বলেন, প্রতি বছর তিনি এই মেলার আগের দিন শ্বশুর বাড়ি আসেন। এবার মেলা থেকে ৮ হাজার টাকার বড় একটি মাছ ও ৪ কেজি মিষ্টি কিনেছেন।

হাসান ইসলাম নামে এক যুবক বলেন, আমার শ্বশুরবাড়ি এ ইউনিয়নে। শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় এসেছি। খুব ভালো লাগছে।

Header Ad
Header Ad

৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭

উত্তরার রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে । ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ০২মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে ১০টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এ ছাড়াও আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

ফায়ার সার্ভিস জানায়, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Header Ad
Header Ad

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ৬ দফা দাবি

৬ দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ। দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী অমিত সাহা এবং মো. মেহেদি হাসান খান আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় পলাশী মোড়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে, তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এখন পর্যন্ত এই ঘটনার বিবরণ সম্পর্কে আমরা অমিতের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো, পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিল। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে, এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।

আমরা এই ঘটনায় গভীরভাবে শোক জ্ঞাপন করি, নিহতের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যেকোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জামালপুরে জামাই মেলা জমে উঠেছে
৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ৬ দফা দাবি
স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়
নিয়ন্ত্রণে আসেনি রেস্টুরেন্টের আগুন, ৬ জনকে উদ্ধার  
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩
বিশ্বব্যাংক থেকে ১৩ হাজার ৯২০ কোটি টাকা ঋণ পেয়েছে বাংলাদেশ
সরবরাহ বাড়ছে, সবজির দাম কমেছে মুরগীর দাম বাড়ছে
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চাঁদা না দেওয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতার রগ কর্তন
ভারতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন, পর্যন্ত চারজনের প্রাণহানি
সাদপন্থীদের নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার
সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ের ডিএনএ মিলেছে
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
৫ আগস্টের আগে সংগ্রাম ছিল স্বৈরাচার পতনের আর এখন রাষ্ট্র মেরামতের; তারেক রহমান
ডি-৮ সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ফের তদন্ত করা উচিত: হাইকোর্ট
‘আর অপেক্ষা করতে পারছি না, ভিডিও বার্তায় হামজা
ডাকাতদলের একজনের বাড়ী গোপালগঞ্জে