নতুন ডিবিপ্রধান হলেন আশরাফুজ্জামান
নতুন ডিবিপ্রধান আশরাফুজ্জামান। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান। তিনি বর্তমান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে আরও বলা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশন এর দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে আশরাফুজ্জামানের স্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।