বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যু
হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা সম্পন্ন, দাফন বরিশালে
বিচারপতি নাজমুল আহাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ জানুয়ারি) সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হয়। তারপর দুপুর সাড়ে ১২টায় তার লাশ নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে বিচারপতি নাজমুল আহাসানের ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ জানিয়েছেন, রাত ৮টায় বরিশালের অশ্বিনিকুমার (টাউন হল) হলের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর শহরের মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।
জানাজায় অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীরা এবং মরহুমের ছেলে তাঈম হাসান প্রান্ত অংশ নেন।
জানা গেছে, আজ সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন বিচারপতি নাজমুল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
এনএইচবি/এসআইএইচ/টিটি