কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে জার্মান রাষ্ট্রদূতের অভিনন্দন

বাংলাদেশ-জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
অভিনন্দনবার্তায় রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশ এবং জার্মানির সফল সহযোগিতার ঠিক ৫০ বছরের জন্য অভিনন্দন! দুই দেশের মধ্যে চিত্তাকর্ষক উপায়ে আরও উন্নয়নের একজন বিশ্বস্ত অংশীদার হতে পেরে গর্বিত। অংশীদারিত্বে অবদান রাখতে পেরে খুশি।'
বাংলাদেশ-জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো ৪ ফেব্রুয়ারি। ১৯৭২ সালের এ দিনে জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
৫০ বছর ধরে জার্মানি উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ হলো জার্মানি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে দেশটি।
আরইউ/কেএফ/
