রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টেন মিনিট স্কুলের সঙ্গে বিনিয়োগ প্রস্তাব বাতিলের কারণ জানালেন পলক

টেন মিনিট স্কুলের সঙ্গে বিনিয়োগ প্রস্তাব বাতিলের কারণ জানালেন পলক। ছবি: সংগৃহীত

টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিযোগ প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান।

কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন- বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ। পলক বলেন, টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল, সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি।

কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথমত হচ্ছে- আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শতশত আবেদন আসে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সঙ্গে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সেই জায়গাতে আমাদের কিছু বিধিনিষেধ আছে। কেন আমরা টেন মিনিট স্কুলের এই প্রস্তাবটি বাতিল করলাম, আমরা যদি ওদের কোনও নেগেটিভ বিষয় প্রকাশ করি এটা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে, কিংবা ভবিষ্যতে যেতে পারে। তাহলে কেন দিলাম না, সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি বা আমরা প্রকাশ করি, তাহলে এটা আসলে আমাদের নৈতিকভাবে চুক্তির বরখেলাপে পড়ে যায়। সে কারণেই আমি বলব, কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোনও বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি না।

পলক আরও বলেন, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনও মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথাই আছে যে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা- এগুলোকে সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন-ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু- এসব বিষয় নিয়ে কোনও বিরোধ বা কোনও বিতর্ক থাকতে পারে না।

এর আগে আজ বেলা ১১টায় টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান জুনাইদ আহমেদ পলক।

এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তার ফেসবুক পেইজ ঘুরে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন আয়মান সাদিক। ক্যাপশনে লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক কাভার ফটোও দিয়েছেন তিনি।

কোটা আন্দোলন নিয়ে তার এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

রূপপুরে রুশ নারীর অস্বাভাবিক মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকার ভবন থেকে পড়ে এক রুশ নারী কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) ভোর ৪টায় উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার গ্রিন সিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পোশতারুক কসেনিয়া (৪০)। তিনি রূপপুর প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার পর গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে গ্রিন সিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম এবং রূপপুর পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন,‘নিহত ওই নারী ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তাকর্মীরা নিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Header Ad
Header Ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  

ভারতকে হারিয়ে ৩-১ হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। ছবিঃ সংগৃহীত

ভারতের বিপক্ষে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া। রোববার (৫ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে প্যাট কামিন্সের দল। এই জয়ে আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো অজিরা।

জুনের ১১ তারিখে লর্ডসে শুরু হবে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অবশ্য অস্ট্রেলিয়ার আগে সেই ফাইনালের একটি স্লট বুকিং করে ফেলেছিলো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সাথে চলমান সিরিজের প্রথম টেস্টে জয়ের পর ফাইনালিস্ট হিসেবে সেখানে নাম লেখায় তারা।

অন্যদিকে গত বছর পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে এ বছরের ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে প্রোটিয়ারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রলিয়া।

এবারের মৌসুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ ছিলো না অস্ট্রেলিয়ার। ফাইনালে অবশ্য সেই অপূর্ণতা মিটতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের।

উল্লেখ্য, এখন পর্যন্ত দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২১ ও ২০২১-২৩ মৌসুমে এই ফাইনাল জেতে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুইবারই রানার্সআপ হয় ভারত।

Header Ad
Header Ad

বাইডেনের স্ত্রীকে হীরা উপহার দিয়েছেন মোদি  

বাইডেনের স্ত্রী জিল ও মোদি। ছবিঃ সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে অনেক রকমের উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে ২০২৩ সালে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিলকে দেয়া ওই উপহার একটি হীরা। যেটির দাম ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

শনিবার (০৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য। দেশটির জাতীয় নীতি অনুযায়ী, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাবস্থায় ৪ বছরে জিল বাইডেন ভিনদেশি নেতাদের কাছ থেকে কী কী উপহার পেয়েছেন, তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে।

র্স্ট লেডি ২০২৩ সালে সাড়ে ৭ ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন, সেটাই সবচেয়ে ব্যয়বহুল। এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন ১৪ হাজার ডলারের ব্রোচ।

এছাড়াও, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। সেটির দাম ৭ হাজার ১০০ ডলার। ৩ হাজার ৪৯৫ ডলার দামের মোঙ্গলিয়ার যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপার ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। সেটির দাম ২ হাজার ৪০০ ডলার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রূপপুরে রুশ নারীর অস্বাভাবিক মৃত্যু
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  
বাইডেনের স্ত্রীকে হীরা উপহার দিয়েছেন মোদি  
দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ
সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার  
১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান
যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  
গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা  
ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস