চিরঅবসরে বিচারপতি নাজমুল আহাসান
সুপ্রিম কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা সাইফুর রহমানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আজ সকাল সোয়া ছয়টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত বিচারপতি নাজমুল আহসানসহ হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে সম্প্রতি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। গত ৯ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। একইদিন তিনি ছাড়া অন্য তিন বিচারপতি শপথ নিয়ে আপিল বিভাগের এজলাসে বসেন।
এ বিষয়ে ওই দিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সুস্থ হলে শপথ নেবেন। বিচারপতি নাজমুল আহসান পরে শপথ নেবেন। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সে কারণে জ্যেষ্ঠতার তালিকায় তার নাম থাকবে আজ শপথ নেওয়া তিন বিচারপতির পরে।
এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল বিচারপতি নাজমুল আহসানের। বেঁচে থাকলে তার আগেরদিন ১৪ ফেব্রুয়ারি হতো তার কর্মজীবনের শেষ দিন। ওইদিন ৬৭ বছর পূর্ণ হতো তার। সংবিধান অনুসারে একজন বিচারপতির বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিচারকের দায়িত্বে থাকতে পারেন তিনি।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিচারপতি: সামনে শপথ না কি অবসর
এদিকে অসুস্থ বিচারপতির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেবেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।
তবে ১০ দিন পর অবসর বা শপথ-দুটোকে এড়িয়ে চিরঅবসরে গেলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান।
এমএ/টিটি