বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সরকারের নীতির ফলে টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি ও পরিকল্পনা গ্রহণের ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে।

৭ জুলাই কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা-২০২১ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ এআইপি সম্মাননা-২০২১ প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা এ স্বীকৃতি পাচ্ছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৯ সালে সরকার গঠনের পর কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি। সার ডিলার নিয়োগ নীতিমালা-২০০৯, জাতীয় কৃষিনীতি-২০১৮, জাতীয় জৈব কৃষিনীতি-২০১৬, সমন্বিত ক্ষুদ্রসেচ নীতিমালা-২০১৭, জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতি-২০২০, বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা-২০২০ সহ বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা প্রায় ২ কোটি কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছি। প্রায় ১ কোটি কৃষকের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা খামার যান্ত্রিকীকরণের জন্য ৩০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি সরবরাহ শুরু করেছি। বর্তমানে এ ভর্তুকি ৫০ শতাংশে এ উন্নীত করা হয়েছে এবং হাওড় এলাকার জন্য তা ৭০ শতাংশ করা হয়েছে। ফলশ্রুতিতে চাষাবাদ পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং কৃষিজ উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ডাল, তেল, মসলা ও ভুট্টাসহ ২৪টি ফসল উৎপাদনে ৪ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ চালু করা হয়েছে। কীটনাশকের ব্যবহারকে কমিয়ে আনা হয়েছে। মাটি, জলবায়ু ও এলাকা উপযোগী ফসল নির্বাচন এবং উৎপাদন বৃদ্ধির জন্য ‘ক্রপ জোনিং ম্যাপ’ প্রণয়ন করা হয়েছে।

Header Ad
Header Ad

একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

আজ বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ, সরকারি কর্মচারী হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিকরণ, উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকায় প্রাণিসম্পদ উন্নয়ন, মুজিবনগর সেচ উন্নয়ন, রাজশাহী কৃষি উন্নয়ন, পদ্মা নদীর তীর সংরক্ষণ, মসলিন কাপড় পুনরুদ্ধার এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম কর ভবন নির্মাণ, মোংলা বন্দরের জন্য ড্রেজিং ও জলযান সংগ্রহ, ডাল ও তৈলবীজ উৎপাদন প্রকল্প, ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা, আয়রন ব্রিজ পুনর্নির্মাণ, কূপ খনন, বৌদ্ধধর্মীয় বিহার নির্মাণ এবং আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা। এসব প্রকল্প দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় জোতবানী ইউনিয়নের চাকুল নারুলী নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের উপ-অধিনায়ক ও মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান এবং জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।

এ সময় স্থানীয় দরিদ্র, বৃদ্ধ ব্যক্তি এবং দুটি এতিমখানার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে উন্নতমানের ২০০টি কম্বল বিতরণ করা হয়।

Header Ad
Header Ad

এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের দুই ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে এক হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

এই অর্থ চট্টগ্রামের ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে আত্মসাত করা হয়। বুধবার (৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, বর্তমান এসভিপি ও শাখাপ্রধান সোহেল আমান এবং সাবেক শাখাপ্রধান শাহাদাত হোসেন। এছাড়াও অন্তত ৩০ জন ইসলামী ব্যাংকের কর্মকর্তা এই মামলায় অভিযুক্ত হয়েছেন।

এর আগে, গত ডিসেম্বরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক। ব্যাংকিং খাতের এই ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা নিয়ে দেশজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’
৩২ কোটি টাকার তদবির বাণিজ্য নিয়ে যা বললেন সমন্বয়ক রাফি
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!
ব্রাজিল থেকে এলো না ৪৯৫ টাকা কেজি মাংস
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা