বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ মাইলফলক: হাঙ্গেরি
দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকীতে পররাষ্ট্র ড. এ. কে. আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। চিঠিতে তিনি কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ উল্লেখ করে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্ব দৃঢ় করা ও সহযোগিতার বিষয়টি উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে একথা জানানো হয়। টুইটে চিঠির কপিও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা দিয়ে পিটার সিজার্তো ড. মোমেনকে লিখেছেন, ‘হাঙ্গেরি হলো বাংলাদেশে স্বীকৃতি দানকারী প্রথম দেশগুলোর একটি। এজন্য আমরা গর্বিত। এর পরিপ্রেক্ষিতে আমরা খুব দ্রুত ২৯৭২ সালের ২৬মার্চ রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি। পরের বছর ঢাকায় হাঙ্গেরির দূতাবাস খোলা হয়।
এটা আমার অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা সম্প্রতি বাংলাদেশে আমাদের কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত করেছি।’
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, ‘আমি ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় আমার সরকারি সফরের সময় আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের অবস্থা দেখে আনন্দিত হয়েছি।
আমি নিশ্চিত যে আমরা আগামী বছরগুলিতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সক্ষম হবো।’
আরইউ/