ইভিএম সংরক্ষণে নিজস্ব ওয়্যারহাউস করবে ইসি, জমি চেয়ে চিঠি
ছবি: সংগৃহীত
যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একদিকে নষ্ট হচ্ছে ভোটযন্ত্রটি, অন্যদিকে নষ্ট ইভিএম মেরামত ব্যয় দাঁড়িয়েছে আকাশচুম্বি। তাই নানা আলোচনা সমালোচনা থাকলেও নির্বাচন কমিশন (ইসি) এই যন্ত্রটির প্রকল্পকে পুরোপুরি স্বনির্ভর করার পরিকল্পনা হাতে নিয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্বনির্ভর ইভিএম ইউনিটে থাকবে নিজস্ব ওয়্যারহাউজ, যেখানে যথাযথ প্রক্রিয়া মেনে যন্ত্রগুলোকে সংরক্ষণ করা হবে। থাকবে নিজস্ব জনবল। মেরামতে সক্ষমতা। ছোটখাটো প্রযুক্তিগত উন্নয়ন যাতে নিজস্ব জনবল দ্বারাই সম্পন্ন করা যায়, সে ব্যবস্থাও থাকবে।
এ জন্য জমি চেয়ে ঢাকা জেলা প্রশাসককে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। বুধবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সচিব।
সচিব বলেন, পরবর্তীতে স্থানীয় নির্বাচনগুলোতে ইভিএমে ভোটগ্রহণ হবে। আরও কোনো ধরনের নতুন ফিচার যোগ করা যায় কিনা, আরও কীভাবে নির্ভরযোগ্য করা যায়, পৃথিবীর অন্যান্য দেশে কীভাবে হচ্ছে, বৈশ্বিকভাবে এটির গ্রহণযোগ্যতা কেমন—এগুলো নিয়ে আমরা কাজ করছি। এক বছর কোনো অর্থ বরাদ্দ ছাড়া মেয়াদ বাড়ানোর জন্য পরিকল্পনা কমিশনের প্রস্তাব পাঠিয়েছি। মেয়াদটা বাড়ানো হলে, কমিশনের নিজস্ব জনবল তৈরি, এটা কীভাবে সংরক্ষণ, কীভাবে রক্ষণাবেক্ষণ করব এবং এটার কারিগরি কীভাবে সফলভাবে হ্যান্ডেল করতে পারি, সবকিছুই আমরা পরবর্তী এক বছর সময় পেলে তার মধ্যেই ঠিকঠাক করে ফেলব। পরিকল্পনা কমিশনের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি পেয়ে যাব।
ইভিএম সংরক্ষণের বিষয়ে ইসি সচিব বলেন, আমরা সংরক্ষণ, মেরামত, টেকনোলজি ট্রান্সফার, নিজস্ব জনবল তৈরি, এসব কিছু নিয়ে কাজ করছি। আমরা এরই মধ্যে ঢাকা জেলা প্রশাসকের কাছে জমি চেয়েছি। আমরা আশা করি পেয়ে যাব। এতে আমাদের নিজস্ব অবকাঠামো, নিজস্ব ওয়্যারহাউস এবং আমাদের সম্পূর্ণ একটা আলাদা ইভিএম বা নির্বাচনি উপকরণ যাতে সংরক্ষণ করতে পারি, যেন আমাদের ক্যাপাসিটি থাকে, পাশাপাশি আমাদের নিজস্ব জনবল যাতে প্রাথমিক মেরামত, সেকেন্ডারি ও টারশিয়ারি মেরামত করতে পারে তার প্রযুক্তিগত দিক ও প্রশিক্ষণ পরবর্তী এক বছরে করব। আপাতত জেলা প্রশাসকের কাছে জমি চেয়েছি। সেটা পেলে আমরা এটিকে ওয়্যারহাউস হিসেবে ব্যবহার করব। সম্পূর্ণভাবে একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসেবে তৈরি করব। এটি আমাদের পরিকল্পনা মধ্যে রয়েছে।