মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সংবাদ সম্মেলনে ক্যাপসের তথ্য

দেশের সবচেয়ে বেশি বায়ু দূষণ গাজীপুরে, কম মাদারীপুরে

দেশের সবচেয়ে বেশি বায়ু দূষণ এলাকা হচ্ছে গাজীপুর। এর পরের অবস্থানেই রয়েছে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ। আর সচেয়ে কম বায়ু দূষিত শহর হচ্ছে মাদারীপুর, পটুয়াখালী এবং মেহেরপুর। গবেষণা প্রতিষ্ঠান বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র(ক্যাপস) এর এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

ক্যাপস দেশের ৬৪ জেলা শহরে সাত ধরনের ভূমির ব্যবহারের উপর নির্ভর করে তিন হাজার ১৬৩টি স্থানের বস্তুকণার মান পর্যবেক্ষণ করে। এরপর সেটি বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করে এই প্রতিবেদন দেয় সংগঠনটি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামন।

এতে এই দূষণের হাত থেকে শহরগুলোকে রক্ষার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী ১৫টি পরামর্শ দেওয়া হয়।

‘ক্যাপসের দেশব্যাপী ৬৪ জেলার বায়ু দূষণ সমীক্ষা ২০২১’-এর মূল প্রতিবেদন উপস্থাপন করে অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, তাদের গবেষণার মূল উদ্দেশ্য ছিল তিনটি। দেশব্যাপী বায়ু দূষণের বেসলাইন তথ্য সংগ্রহ করা, জেলাগুলোর বায়ু দূষণের ক্রম এবং জেলা ভিত্তিক দূষণের মানচিত্র তৈরি করা।

এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে গত বছরের ৬ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরে সাত ধরনের ভূমির ব্যবহারের উপর নির্ভর করে তিন হাজার ১৬৩টি স্থানের বস্তুকণা সংগ্রহ ও মান পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করা হয়।
গবেষণায় সংবেদনশীল এলাকা ছিল ৫৩১টি, আবাসিক ৪৪০টি, মিশ্র ৪০৭টি, বাণিজ্যিক ৫৭৫টি, রাস্তার সংযুক্তি ৩৫৮টি, শিল্প ৪৩২টি এবং গ্রামীণ ৪২০টি এলাকা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। এসব স্থান থেকে স্বয়ংক্রিয় এয়ার কোয়ালিটি মনিটর ব্যবহার করে উপাত্ত সংগ্রহ করে পরবর্তীতে এসপিএসএস ও এআরসিজিআইএস সফটওয়্যার ব্যবহার করে বায়ু মান বিশ্লেষণ করা হয়।

মূল প্রবন্ধে বলা হয়, এই গবেষণা থেকে যে ফলাফল বেরিয়ে এসেছে তাতে দেখা যায় যে তিন হাজার ১৬৩টি স্থানের গড় অতি ক্ষুদ্র বস্তুকণা ২.৫ ছিল, যা প্রতি ঘনমিটারে ১০২ দশমিক ৪১ মাইক্রোগ্রাম। দৈনিক আদর্শ মানের (৬৫ মাইক্রোগ্রাম) চেয়ে প্রায় এক দশমিক ৫৭ গুণ বেশি।

৬৪ জেলার মধ্যে শিল্প শহর হিসেবে পরিচিত গাজীপুরে সবচেয়ে বেশি দূষণ পরিলক্ষিত হয়। এ জেলায় প্রতি ঘনমিটারে দূষণের মান ছিল ২৬৩ দশমিক ৫১ মাইক্রোগ্রাম। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা জেলা। এই জেলায় বায়ুমান ছিল ২৫২ দশমিক ৯৩ মাইক্রোগ্রাম। তৃতীয় অবস্থানে থাকা নারায়ণগঞ্জের বায়ুমান হচ্ছে ২২২ দশমিক ৪৫ মাইক্রোগ্রাম। এই শহরের বায়ুমান ছিল বাংলাদেশের আদর্শ মানের চেয়ে প্রায় ৪ থেকে ৫ গুণ বেশি। এ জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি ও সংস্কার কাজ, মেগা প্রকল্প, আশপাশের ইটভাটা, ছোট-বড় কয়েক হাজার শিল্প কারখানা, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং ময়লা-আবর্জনা পোড়ানোকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফলাফলে উল্লেখ করা হয়েছে, বায়ুমান দূষণের দিক থেকে এই তিন শহরের পর চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে হবিগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম এবং কিশোরগঞ্জ।

আর সবচেয়ে কম বায়ু দূষণ শহর হচ্ছে মাদারীপুর। গবেষণার ফলাফল অনুযায়ী এই শহরের বায়ুমান হচ্ছে প্রতি ঘনমিটারে ৪৯ দশমিক ০৮ মাইক্রোগ্রাম। মাদারীপুরের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে উপকূলীয় জেলা পটুয়াখালী এবং সীমান্ত জেলা মেহেরপুর।
এর কারণে হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব এলাকায় গাছপালা এবং প্রাকৃতিক জলাধার রয়েছে। এসব এলাকায় রাস্তা সংস্কারের কাজ খুব একটা চোখে পড়েনি।

মূল প্রতিবেদনে আরও বলা হয়, সাত ধরনের ভূমির ব্যবহারের উপর ভিত্তি করে সবচেয়ে বেশি বায়ু দূষণ পাওয়া গেছে মিশ্র এলাকায়। যার মান ছিল প্রতি ঘনমিটারে ১১১ দশমিক ৯০ মাইক্রোগ্রাম। এর পরের অবস্থানে রয়েছে বাণিজ্যিক এলাকা (১১১ দশমিক ৪ মাইক্রোগ্রাম), রাস্তার সংযুক্তি (১১০ দশমিক ৮ মাইক্রোগ্রাম), আবাসিক ও শিল্প এলাকা (১০৬ দশমিক ৭ মাইক্রোগ্রাম) এবং সংবেদনশীল এলাকায় ৯৭ দশমিক ৩ মাইক্রোগ্রাম। আর সবচেয়ে কম দূষণ পাওয়া গেছে গ্রামীণ এলাকায়, যার বায়ুমান হচ্ছে প্রতি ঘনমিটারে ৯৪ দশমিক ০২ মাইক্রোগ্রাম।

এতে আরও উল্লেখ করা হয়, ৬৪ জেলার মধ্যে ভালো বায়ুমানের জেলাসমূহ হচ্ছে- কুড়িগ্রাম, নাটোর, জয়পুরহাট, রাজবাড়ী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মেহেরপুর, পটুয়াখালী ও মাদারীপুর। এসব জেলায় প্রতি ঘনমিটারে বায়ুমান পাওয়া গেছে ৬৫ মাইক্রোগ্রামের নিচে।

গবেষণার ফলাফল অনুযায়ী, মধ্যম মানের দূষিত বাযুর জেলার সংখ্যা হচ্ছে ৩৬টি। এগুলো হচ্ছে- যশোর (১১১.১২ মাইক্রোগ্রাম), মুন্সিগঞ্জ (১০৩ দশমিক ৭২ মাইক্রোগ্রাম), মানিকগঞ্জ (১০১ দশমিক ৯১ মাইক্রোগ্রাম), শেরপুর (১০০দশমিক৪২ মাইক্রোগ্রাম), নেত্রকোনা (৯৯ দশমিক ৬৩ মাইক্রোগ্রাম), বরগুনা (৯৮দশমিক ৫৮ মাইক্রোগ্রাম), খাগড়াছড়ি (৯৮ দশমিক ১৭ মাইক্রোগ্রাম), সিলেট (৯৭ দশমিক ০২ মাইক্রোগ্রাম), গোপালগঞ্জ (৯৪ দশমিক ৪৭ মাইক্রোগ্রাম), নরসিংদী (৯৩ দশমিক ৬৫ মাইক্রোগ্রাম), গাইবান্ধা (৯৩ দশমিক ৩৩ মাইক্রোগ্রাম), রাঙ্গামাটি (৯২ দশমিক ০৭ মাইক্রোগ্রাম), চুয়াডাঙ্গা (৯০ দশমিক ৩ মাইক্রোগ্রাম), সুনামগঞ্জ (৮৯ দশমিক ৫ মাইক্রোগ্রাম), পিরোজপুর (৮৭ দশমিক ৯৩ মাইক্রোগ্রাম), বগুড়া (৮৭ দশমিক ২ মাইক্রোগ্রাম), কুমিল্লা (৮৬ দশমিক ৭৭ মাইক্রোগ্রাম), মাগুরা (৮৬ দশমিক ১ মাইক্রোগ্রাম), লালমনিরহাট (৮৬ দশমিক ১ মাইক্রোগ্রাম), বান্দবান (৮৪ দশমিক ৪ মাইক্রোগ্রাম), নওগাঁ (৭৯ দশমিক ৪৭ মাইক্রোগ্রাম), চাপাইনবাবগঞ্জ (৭৯ দশমিক ৪ মাইক্রোগ্রাম), ঝালকাঠি (৭৭ দশমিক ৫ মাইক্রোগ্রাম), ভোলা (৭৮ মাইক্রোগ্রাম), নীলফামারী (৭৬ দশমিক ৮৭ মাইক্রোগ্রাম), শরীয়তপুর (৭৬ দশমিক ৫ মাইক্রোগ্রাম), দিনাজপুর (৭৪ দশমিক ৯৭ মাইক্রোগ্রাম), ঝিনাইদহ (৭৪ দশমিক ৫৮ মাইক্রোগ্রাম), বরিশাল (৭৩ দশমিক ৬৪ মাইক্রোগ্রাম), সাতক্ষীরা(৭২ দশমিক ৪৪ মাইক্রোগ্রাম), ফরিদপুর (৭২ দশমিক ২৪ মাইক্রোগ্রাম), বাগেরহাট (৭১ দশমিক ১১ মাইক্রোগ্রাম), রংপুর (৭০ দশমিক ১৩ মাইক্রোগ্রাম), নড়াইল ৭০ দশমিক ৭ মাইক্রোগ্রাম), কুষ্টিয়া ৭০ দশমিক ৩ মাইক্রোগ্রাম) এবং খুলনা (৬৭ দশমিক ১ মাইক্রোগ্রাম)।

অতিরিক্ত দূষিত বায়ুদূষণ জেলার মধ্যে রয়েছে-হবিগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লক্ষীপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ঠাকুরগাঁও এবং জামালপুর। এসব জেলার বায়ু মান হচ্ছে প্রতি ঘনমিটারে ১২১ মাইক্রোগ্রাম থেকে তার উপরে।

বায়ুদূষণ রােধে ১৫ সুপারিশ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অঞ্চলভেদে বায়ু দূষণরোধে ১৫টি সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো:
স্বল্পমেয়াদে শুষ্ক মৌসুমে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ওয়াসা এবং পরিবেশ অধিদপ্তর এর সমন্বয়ে দূষিত শহরগুলােতে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা পর পর পানি ছিটানাের ব্যবস্থা করতে হবে।

নির্মাণ কাজের সময় নির্মাণ স্থান ঘেরাও করে রাখা ও নির্মাণ সামগ্রী পরিবহনের সময় ঢেকে নিতে হবে।

রাস্তায় ধুলা সংগ্রহের জন্য সাকশন ট্রাকের ব্যবহার করা যেতে পারে।

অবৈধ ইটভাটা বন্ধ করে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বিকল্প ইটের প্রচলন বাড়াতে হবে।

ব্যক্তিগত গাড়ি এবং ফিটনেস বিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে প্রয়ােজনে নম্বর প্লেট অনুযায়ী জোড়-বিজোড় পদ্ধতিতে গাড়ি চলাচলের প্রচলন করা যেতে পারে।

মধ্যমেয়াদী সুপারিশের মধ্যে রয়েছে

সরকারী ও বেসরকারি উদ্দ্যোগে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে এবং ছাদ বাগান করার জন্য সকলকে উৎসাহিত করতে হবে।

আলাদা সাইকেল লেনের ব্যবস্থা করতে হবে।

দূষিত শহর গুলাের আশেপাশে জলাধার সংরক্ষণ করতে হবে।

আগুনে পােড়ানাে ইটের বিকল্প হিসাবে সেন্ড বক্ল এর ব্যবহার ক্রমান্বয়ে বাড়াতে হবে।

সেবা সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড স্বল্প সময়ে সম্পন্ন করতে হবে।

এবং দীর্ঘমেয়াদী সুপারিশের মধ্যে রয়েছে- নির্মল বায়ু আইন-২০১৯ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরির জন্য পরিবেশ মন্ত্রণালয়ের বার্ষিক বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। নিয়মিত বায়ু পর্যবেক্ষন স্টেশন (ক্যামস) এর ব্যাপ্তি বাড়িয়ে ঢাকা শহরের সব এলাকাকে এর আওতাধীন করতে হবে। এছাড়াও বায়ু দূষণের পূর্বাভাস দেওয়ার প্রচলন করতে হবে।

গণপরিবহন সহ ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা।

সচেতনতা তৈরির জন্য বিভিন্ন গণমাধ্যমে বায়ু দূষণ সম্পর্কে আরও বেশি তথ্য নির্ভর অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা ও ঢাকাসহ সারা দেশের বায়ু দূষণের

পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং পরিবেশ ক্যাডার সার্ভিস এবং পরিবেশ আদালত চালু ও কার্যকর করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্টামফোর্ড ইউনিভাসিটি উপাচার্য অধ্যাপক মাে. আলী নকি, অধ্যাপক ড. মােহাম্মদ জসিম উদ্দিন, পরিবেশ আন্দোলন নেতা শরীফ জামিল, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী, প্রজনন স্বাস্থ্য বিশেষ অধ্যাপক ডা. রাশিদা বেগম, ক্যাপসের পরিচালক ও আইন উপদেষ্টা অ্যাডভােকেট মারুফা গুলশান আরা,
কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী প্রমূখ।

 

এনএইচবি/এসআইএইচ/

 

Header Ad
Header Ad

সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। নির্বাচন বিলম্ব হলে যাদের সুবিধা হবে, তারাই ষড়যন্ত্র করছে। বিএনপি শক্তিশালী হলে তৃণমূলে আরও দৃঢ় হবে, তাই অনেকে ষড়যন্ত্র করছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে গণতন্ত্রের চর্চা থাকলে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা সম্ভব। গণতন্ত্র যত বেশি চর্চিত হবে, ততবেশি দেশ নিরাপদ থাকবে।"

তারেক রহমান দাবি করেন, "আমরা চাই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলছেন। আমরা বাংলাদেশে অস্থিরতা চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই অস্থিরতা দূর করা সম্ভব।"

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, "গত ১৫-১৬ বছর ধরে বিএনপি গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে। আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব।"

তিনি আরও বলেন, "মত পার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বিভেদ সৃষ্টি করা উচিত নয়। আমরা শান্তিপূর্ণ উপায়ে দেশের জন্য কাজ করতে চাই।"

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, "শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু জনগণের বিজয় সুনিশ্চিত।"

বুলু নোবেল বিজয়ী ড. ইউনুসের প্রসঙ্গে বলেন, "হাসিনা আপনাকে হয়রানি করেছেন, বিএনপি তার প্রতিবাদ করেছে। তারেক রহমান আপনাকে সম্মান করেন। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকুন।"

সম্মেলনে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজিউর রহমান রাজিব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অন্যান্য নেতারা।

Header Ad
Header Ad

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উপস্থিত সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্তরা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ রাজশাহী জেলা কমিটির পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছিলেন। এদের মধ্যে রয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক এম এ বারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মিসকাতুল মিশু।

নাম প্রকাশে অনিচ্ছুক বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তারা বিভিন্ন কর্মকর্তার কাছে অর্থ দাবি করছিলেন। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুই দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।

তবে দ্রুতই আবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর মে মাসে, পাকিস্তানেই। এফটিপির আওতাভুক্ত এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

শুধু তাই নয়, মাস দুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এবার অ্যাওয়ে নয়, হোম সিরিজে। জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই প্রস্তাব দেন। জানা গেছে, বিসিবির দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত চার-পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। এছাড়া, ২০২৪ সালে দেশটিতে দুটি টেস্ট খেলতে গিয়েছিল টাইগাররা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য