সাতক্ষীরায় অতিথি পাখি শিকারকালে যুবক আটক
সাতক্ষীরায় অতিথি পাখি শিকারকালে আলাউদ্দীন হোসেন (২৪) নামে এক যুবককে এয়ারগানসহ হাতেনাতে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০২ ফেব্রুয়ারি) রাতে জেলার তালা উপজেলার শুভাষিনি এলাকায় বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের ফোর্স ও সেভ ওয়াইন্ড লাইফ টিমের যৌথ অভিযানে তাকে আটক করে তালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আলাউদ্দীন খুলনার ডুমুরিয়া থানার কাঞ্চনপুর গ্রামের মনির উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলাউদ্দীন হোসেন তালা উপজেলার বিভিন্ন জায়গায় অতিথি পাখি শিকার করত। তবে স্থানীয়রা তাকে বহুবার পাখি শিকার করতে নিষেধ করলেও সে কারো কথা কর্ণপাত না করে পাখি শিকার করত। পরবর্তীতে বুধবার রাতে আলাউদ্দীন এয়ারগান নিয়ে উপজেলার শুভাষিনি এলাকায় পাখি শিকার করতে বের হলে বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। ওই সময় স্থানীয়রা বিষয়টি সেভ ওয়াইল্ড টিমের সদস্যদের অবগত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের ঢাকা বিভাগের কর্মকর্তা আব্দুল মালেকের নেতৃত্বে শুভাষিনি এলাকায় অভিযান চালান বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটসহ সেভ ওয়াইল্ড টিমের সদস্যরা। এ সময় আলাউদ্দীনকে পাখি শিকার করা অবস্থায় একটি এয়ারগানসহ হাতেনাতে তাকে আটক করে তালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পাখি মারার এয়ারগানটি জব্দ করে অভিযুক্ত আলাউদ্দীনকে থানায় নিয়ে আসা হয়েছে।
জিএফ/এসআইএইচ