রুমায় সন্ত্রাসী হামলায় সেনা সদস্য নিহত
ছবি: আইএসপিআর
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার আইএসপিআর জানায়, (২ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। সেনাবাহিনীও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এসময় এক সেনা সদস্য ও তিন জন সন্ত্রাসী নিহত হন।
ছবি: আইএসপিআর
এদিকে স্থানীয়রা জানান, বথিপাড়া এলাকার একটি আস্তানায় সন্তুবাহিনীর জেএসএস (মুল) দলের সদস্যরা অবস্থান করছেন এমন খবর পেয়ে, বুধবার সন্ধ্যায় ২৮ বীরের একটি বিশেষ টহলদল রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে পাখই পাড়ায় যায়। এসময় সন্ত্রাসীরা সেনাটহল দলের ওপর হামলা চালায়। টহল দলের নেতৃত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় গুলি লাগে এবং সেনা সদস্য ফিরোজের পায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ হয়ে ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মারা যান। পরে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়লে জেএসএস এর ৩ সন্ত্রাসী মারা যান। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএমজি, ৩ টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম।