সস্ত্রীক হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ
বিমানবন্দরের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান। ছবি: সংগৃহীত
হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।
মঙ্গলবার (১১ জুন) ভোরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী নুরান ফাতেমা হজ সফরে তাঁর সঙ্গী হয়েছেন। যাত্রাকালে চট্টগ্রাম ৭ আসনের নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সবার কাছে তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।