সরকারি চাকরিজীবীরাও আসছেন সর্বজনীন পেনশনের আওতায়
ছবি: সংগৃহীত
স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের মতো এবার সরকারি চাকরিজীবীদেরও সর্বজনীন পেনশন স্ক্রিমের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব দেন। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের ১লা জুলাইয়ের পর নিয়োগপাওয়া কর্মীরা এ ব্যবস্থার মধ্যে আসবেন।
২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া হয়। একই বছরের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পেনশন স্কিমের উদ্বোধন করেন। শুরুতে চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম শুরু হলেও পরে এতে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদেরও যুক্ত করা হয়। এ নিয়ে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ আছে।
নিজের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।’
এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।
বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।