প্রত্যাহার হলেন সাফারি পার্কের প্রকল্প পরিচালকও
অবশেষে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় নতুন প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোল্যা রেজাউল করিমকে।
বর্তমানে তিনি (রেজাউল করিম) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষকের (চলতি) দায়িত্বে রয়েছেন। এই দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক এর দায়িত্ব পালন করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা বুধবার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জানুয়ারি মাসে ১১টি জেব্রা মারা যায়। এই সময়ের মধ্যে একটি বাঘও মারা যায়। জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের চিহ্নিত করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটি যাতে সুষ্ঠুভাবে তদন্ত করতে পারে সেজন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর নির্দেশে ইতোপূর্বে গত ৩১ জানুয়ারি সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়।
এনএইচবি/এমএমএ/