মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী ২৩ মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

 

ছবি: সংগৃহীত

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও এতে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

Header Ad
Header Ad

শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় এবং বাংলাদেশের রাজশাহীর শিবগঞ্জ থানার উল্টোদিকে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার মালদহের কালিয়াচক-৩ ব্লকের বাখরাবাদ পঞ্চায়েত এলাকার সীমান্তে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবি তা নিয়ে আপত্তি তোলে।

বিজিবির দাবি, উক্ত অঞ্চলটি বাংলাদেশের মধ্যে পড়ে এবং সেখানে বিএসএফ বেড়া দিতে পারে না। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সীমান্তের দুই পাশের গ্রামবাসীরা জড়ো হন।

তবে বিএসএফের দাবি অনুযায়ী, সীমান্তের এই উন্মুক্ত অংশে কাঁটাতার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ চলছে। মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, সমস্যা সৃষ্টি হলেও তা সমাধান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের এই অংশ দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। সাম্প্রতিক সময়ে একাধিক অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে বিএসএফ উন্মুক্ত জায়গায় কাঁটাতার বসানোর উদ্যোগ নেয়। এই পদক্ষেপ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বিজিবি ও বিএসএফের মধ্যে এই উত্তেজনা দুই দেশের সীমান্তের শান্তি ও সহযোগিতার ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর

দক্ষিণ কোরিয়া পরিবহনমন্ত্রী পার্ক সাং-উ। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করবেন দেশটির পরিবহনমন্ত্রী পার্ক সাং-উ। মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

গত, ২৯ ডিসেম্বর জেজু এয়ার পরিচালিত একটি বিমান মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণ হলে ১৭৯ জন নিহত হন।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ (২৯ ডিসেম্বর) রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে রওনা হয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ানে পৌঁছেছিল। এ সময় বিমানটি রানওয়ে দিয়ে প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে রানওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

দেশটির পরিবহনমন্ত্রী পার্ক সাং-উ একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমি এই বিপর্যয়ের দায় এড়াতে পারি না।’

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে তিনি একটি সঠিক সময় বের করবেন এবং পদত্যাগ করবেন। এছাড়া মন্ত্রী জানিয়েছেন, তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরের অবতরণ ব্যবস্থা আরও নিরাপদ করতে পদক্ষেপ গ্রহণ করবেন।

এদিকে দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গত সপ্তাহে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেটরে অভিযান চালায়। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা ইঞ্জিনগুলোর একটিতে পাখির পালক পাওয়া গেছে বলে জানান প্রধান তদন্তকারী লি সেউং-ইওল।

এর আগে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছিল পাখির আঘাতে বিমানটির ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিধ্বস্ত হয় বিমানটি।

এদিকে সোমবার বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত একটি ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধার এবং কারণ বিশ্লেষণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন দুজন কোরিয়ান তদন্তকারী।

২৯ ডিসেম্বর থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ফেরা বিমানটিতে ছয়জন ক্রুসহ মোট ১৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শুধু দুজন যাত্রী বেঁচে যান। বাকি সবাই বিমান বিধ্বস্তে নিহত হন। গত কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় এটিই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

Header Ad
Header Ad

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৯০ জন বাংলাদেশি জেলে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে পৌঁছেছেন। কোস্টগার্ডের একটি জাহাজ তাদের দেশে ফিরিয়ে আনে। চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্বাঞ্চলের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গত রবিবার দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্টগার্ড আটককৃত ৯০ নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বর্তমানে মুক্তি পাওয়া নাবিকদের তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত বছরের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন নাবিককে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ‘এফবি কৌশিক’ নামের মাছ ধরার নৌকার ১২ জেলেকে উদ্ধার করে ভারত। পরবর্তীতে তাদের কারামুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার এ উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের পরিবার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন
টাঙ্গাইলে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল (ভিডিও)
রোজার আগে পণ্যে শুল্ক আরোপ করা হবে না: অর্থ উপদেষ্টা
ভারতের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি
রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে পাবেন ভিআইপি প্রটোকল
হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতায় টানা চার ম্যাচ হার
দেশে দুই যুগ ধরেই আছে এইচএমপিভি, মৃত্যুর ঘটনা নেই
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্রসহ নিহত ২
ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতরা
তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা
‘ডালিমের বিরুদ্ধে মামলা করব, তাকে আমি ছাড়বো না’: আইনজীবী
সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের প্রেমিকাকেই বিয়ে করলেন বাবা!
রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা